ভারতীয় উগ্রপন্থীদের দাবির মুখে হুট করেই বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ। ‘ফাঁকা’ মোস্তাফিজকে পাওয়ার সুযোগটা আর হাতছাড়া করল না পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আগামী মৌসুমে পিএসএলে খেলবেন মোস্তাফিজ।
সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এমন ঘোষণা দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। এমন ঘোষণা রীতিমতো বিরল। কারণ পাকিস্তান সুপার লিগের আসন্ন আসরের নিলাম এখনো অনুষ্ঠিত হয়নি। সাধারণত নিলামে ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু নিলামের আগেই মোস্তাফিজের টুর্নামেন্ট খেলার নিশ্চয়তার ঘোষণা দিল পিএসএল।
নিলামের বাহিরে সরাসরি চুক্তিতেও ক্রিকেটারদের দলে ভিড়িয়ে থাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে মোস্তাফিজের সঙ্গে পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজির চুক্তির কথা জানা যায়নি। তবে আগেই পিএসএল কর্তৃপক্ষ টুর্নামেন্টে মোস্তাফিজের খেলার বিষয়ে ঘোষণা দিয়ে দিলো। নিলাম এবং সরাসরি চুক্তি হওয়ার আগেই কোনো ক্রিকেটারকে নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এমন আগাম খেলার ঘোষণা দেওয়ার ঘটনা বিরল।
সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসএলের অফিসিয়াল পেজে লিখা হয়েছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’
আগামী আইপিএল শুরু হবে ২৬ মার্চ, পিএসএলের এবারের আসরও শুরু হবে ঠিক একই দিনে। মোস্তাফিজ এর আগে পিএসএল খেলেছিল ৭ বছর আগে, ২০১৮ সালে। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট।
উল্লেখ্য, ভারতীয় উগ্রপন্থীদের দাবির মুখে অনেকটা হুট করেই মোস্তাফিজকে বাদ দিতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা।
ভারতীয় বোর্ডের এমন কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে সর্বোত্র। খেলোধুলায় রাজনীতি টেনে আনা ঠিক নয়, এমন কথা উঠছে খোদ ভারতেই।
এদিকে, মোস্তাফিজকে এভাবে বাদ দেওয়ার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশে আইপিএল খেলা সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছে বিসিবি।