Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ খেলতে ভারতে যেতেই হবে, এই সংবাদটি বানোয়াট: বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৩:০৯ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৪:৫৭

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসিকে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে বিসিবি। এদিকে, গতকাল ক্রিকেটভিত্তিক ভারতীয় দুই সংবাদমাধ্যম ক্রিকইনফো ও ক্রিকবাজ সংবাদ প্রকাশ করেছে, এক অনলাইন বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে। দেশের সংবাদমাধ্যমগুলো এই সংবাদ ফলাওভাবে প্রচার করেছে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানালো, এই সংবাদটি পুরোপুরি ভিত্তিহীন, বানোয়াট।

বিজ্ঞাপন

আইসিসির পক্ষ থেকে এমন কোনো কথাই বলা হয়নি বলেছে বিসিবি। বিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ দলের বিশ্বকাপে নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

গতরাতে ক্রিকইনফো ও ক্রিকবাজের সংবাদে বলা হয় বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার বিষয়ে বিসিবি’কে আলটিমেটাম দিয়েছে আইসিসি। এই সংবাদের কোনো সত্যতা নেই বলা হয়েছে বিসিবির বিবৃতিতে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ডকে এই বিষয়ে ‘আলটিমেটাম’ দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সাথে এ ধরনের খবরের কোনো মিল নেই।’

সমস্যা সমাধানে বিসিবি আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বলা হয়েছে বিবৃতিতে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাদের অবস্থানে অটল রয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি আইসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।’

বিজ্ঞাপন

টানা বায়ুদূষণের কবলে ঢাকা
৮ জানুয়ারি ২০২৬ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর