আগে ব্যাটিং করে ১৩৩ রানেই আটকে গেল নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালীর এই স্কোরকে ঢাকা ক্যাপিটালস যে ছেলেখেলা বানিয়ে ফেলবে সেটা কে জেনেছিল! নাসির হোসেনের ক্যারিয়ার সেরা ইনিংসে ১৪ ওভারেই জয় নিশ্চিত করে ফেলেছে ঢাকা।
ঢাকার বিশাল জয় নিশ্চিত হওয়ার সময় নাসির অপরাজিত ছিলেন ৯০ রান করে। মাত্র ২১ বলে ফিফটি পূর্ণ করেছেন একটা সময় বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য। চলতি বিপিএলে এটাই দ্রুততম ফিফটির রেকর্ড। প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে আজকের ৯০ রানের ইনিংসটাই নাসিরের ক্যারিয়ার সর্বোচ্চ।
পঞ্চম ম্যাচ খেলতে নামা ঢাকার এটা দ্বিতীয় জয়। অপর দিকে নবাগত দল নোয়াখালী পাঁচ ম্যাচ খেলে হারল পাঁচটিতেই।
বুধবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াামে নোয়াখালীর ১৩৩ রানের জবাব দিতে নেমে ঢাকার শুরুটা ছিল বাজে। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ফিরেছেন শূন্য রানে, অপর ওপেনার আব্দুল্লাহ আল মামুন ১ রান করে আউট। তবে তিনে নেমে এই হতাশা বুঝতেই দেননি নাসির হোসেন। তিনে ব্যাট করার সুযোগ পেয়েই ঝল দেখালেন তারকা অলরাউন্ডার।
১৪.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে ঢাকা। নাসির তখন ৫০ বলে ১৪টি চার ২টি ছয়ে ৯০ রানে অপরাজিত। পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম অপরাজিত ছিলেন ১৬ বলে ২৯ রান করে।
এর আগে ৪০ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা নোয়াখালী বলার মতো একটা স্কোর গড়তে পেরেছে মূলত মিডল অর্ডারের দুই ব্যাটার মোহাম্মদ নবি আর হায়দার আলির ব্যাটে। আফগানিস্তানের তারকা নবি ছয় নম্বরে নেমে করেন ৩৩ বলে ৪২ রান। সাতে নেমে অধিনায়ক হায়দার আলি ৩৬ বলে করেন ৪৭ রান।
এই দুজন ছাড়া নোয়াখালীর পক্ষে দুই অঙ্ক ছুতে পেরেছেন কেবল মাজ সাদাকাত (১৯ বলে ২৪ রান)।