Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে ঢাকা পর্বের সর্বনিম্ন টিকিট মূল্য ২০০

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ২২:০৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১১:৩৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শেষ হচ্ছে আগামীকাল। দুদিন বিরতি নিয়ে ১৫ জানুয়ারী থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হবে। এক বিজ্ঞপ্তিতে ঢাকা পর্বের টিকিট মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা পর্বে সর্বনিম্ন ২০০ টাকা টিকিট মূল্য নির্ধারণ করেছে বিসিবি। পূর্ব গ্যালারির টিকিট মূল্য ২০০ টাকা। উত্তর গ্যালারি ও আবু সাঈদ স্ট্যান্ডের দাম ৩০০ টাকা। ক্লাব হাউস গ্যালারির টিকিট মূল্য ৫০০ টাকা। আর ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিটের দাম ৮০০ টাকা। ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ও ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থে খেলা দেখতে খরচ করতে হবে ১ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২ হাজার টাকা।

বিজ্ঞাপন

ঢাকা পর্বে লিগ পর্বের ম্যাচসহ প্লে-অফ পর্ব ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ঢাকা পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়ল্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।

ঢাকায় লিগ পর্ব শেষে ১৯ জানুয়ারী হবে এলিমেনটর ম্যাচ ও প্রথম কোয়ালিফায়ার। ২১ জানুয়ারী হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর