মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার ইস্যুটি সামনে এনে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে আপত্তি তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলংকায় সরিয়ে নেওয়ার দাবি তুলেছে বিসিবি।
বিষয়টি নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ আইসিসির সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যে নতুন খবর দিল ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
ওয়েবসাইটটির প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে ঠিকই কিন্তু সেটা ভারতের বাহিরে নয়। ভারতেই অন্য ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার চিন্তা করছে আইসিসি। বিষয়টি নিয়ে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই এর সঙ্গে আলোচনা হয়েছে আইসিসির।
আইসিসি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলা উল্লেখ করা হয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে। ম্যাচগুলো চেন্নাই ও থিরুভানান্থাপুরামে সরিয়ে নেওয়ার বিষয়ে চিন্তা করা হচ্ছে, এমনটা বলা হয়েছে।
সূচি অনুযায়ী, বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচ সহ ভারতে মোট চার ম্যাচ খেলা কথা। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশ-ভারত ক্রিকেট উত্তেজনার সূচনা মোস্তাফিজুর রহমানকে নিয়ে। ভারতীয় উগ্রপন্থীদের দাবিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে হুট করেই আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। বিষয়টির সমালোচনা হচ্ছে সর্বোত্র। খেলাধুলার মধ্যে রাজনীতি টানা উচিত নয় এমন কথা বলা হচ্ছে খোদ ভারতেও।
ভারতীয় বোর্ডের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিসিবি। সেই সঙ্গে বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবির এমন প্রতিক্রিয়ার পর আইসিসির পক্ষ থেকে বিসিবির সঙ্গে আলোচনা চলছে।