Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরের টানা তৃতীয় হার, সিলেটের আরেকটি জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৭:৩৭ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২০:৪৭

কাগজে-কলমে চলতি বিপিএলে অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। টুর্নামেন্টে তাদের শুরুটাও বেশ ভালো ছিল। কিন্তু সম্প্রতি রংপুরের পথ হারানোর দশা! টানা ম্যাচ হেরে বড় বিপদে রংপুর। আজ সিলেট টাইটান্সের বিপক্ষে আবারও হেরেছে রংপুর।

রংপুরের এটা টানা তৃতীয় হার। অপর দিকে সিলেট নিজেদের দর্শকদের সামনে আরেকটা জয় তুলে নিয়ে প্লে-অফের আরও কাছে চলে গলে। নয় ম্যাচের পাঁচটিতে জিতে সিলেট এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে।

ব্যাটিংটাই আজ ‍ডুবিয়েছে রংপুরকে। আগের ব্যাটিং করতে নেমে একশ পেরুতে পেরুতেই শেষ তারকাবহুল রংপুর! ১১৪ রানেই গুটিয়ে গেছে দলটি। পরে ১৮তম ওভারে ৬ উইকেটের জয় নিশ্চিত করে ফেলেছে সিলেট।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ব্যাটিং দুর্ভোগে পরে রংপুর। শুরু থেকে রংপুর উইকেট হারিয়েছে নিয়মিত। এর মধ্যে রংপুরের হয়ে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল খুশদিল শাহ (২০ বলে ৩০), মাহমদুউল্লাহ রিয়াদ (২৩ বলে ২৯) আর লিটন দাস (১২ বলে ২২ রান)।

১৯.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে গেছে রংপুর। সিলেটের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। দুই উইকেট নিয়েছেন মঈন আলী।

পরে জবাব দিতে নেমে দারুণ একটা ওপেনিং জুটির কল্যাণে জিততে কষ্ট হয়নি সিলেটের। ওপেনার তাওফিক খান ২২ বলে ১টি চার ৪টি ছয়ে ৩৩ রানের একটা ইনিংস খেলেছেন। অপর ওপেনার পারভেজ হোসেন ইমন ৪১ বলে ৩টি করে চার-ছয়ে ৫১ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।

দুই ওপেনারই জয় সহজ করে দিয়েছে সিলেটের। এরপর ২৬ বলে ২২ রান করেছেন আরিফুল ইসলাম।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

শীতে বাড়ছে রোগ ও রোগী [ছবি]
১৩ জানুয়ারি ২০২৬ ০০:১২

আরো

সম্পর্কিত খবর