Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি জবাব নয়: বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ২০:৩৬

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছেন, আইসিসির নিরাপত্তা বিভাগ বিসিবিকে জানিয়েছে বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ। এদিকে, আইন উপদেষ্টার বক্তব্যের খানিক বাদেই এ বিষয়ে বিবৃতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, আইন উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ক্রীড়া উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটা বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রসঙ্গে আইসিসির কোনো সরাসরি জবাব নয়। এটি নিরাপত্তা হুমকি মূল্যায়ন সম্পর্কিত আইসিসি ও বিসিবির মধ্যকার অভ্যন্তরীণ কিছু আলোচনার বিষয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তার কথা চিন্তা করে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে বিসিবি। বিসিবি এখন আইসিসির উত্তরের অপেক্ষায় আছে।

এর আগে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার এক ফেসবুক পোস্টে লিখেন, ‘ক্রীড়া উপদেষ্টা আইসিসির পাঠানো যে চিঠির কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় নোট। বাংলাদেশ দলের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধে, আইসিসির পাঠানো সরাসরি কোনো জবাব নয়।’

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আইসিসির নিরাপত্তা বিভাগ চিঠিতে বলেছে, তিনটি জিনিস বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে নিরাপত্তা শঙ্কা বাড়বে। প্রথমত, দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকদের দলের জার্সি পরে ঘোরাঘুরি। তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন এগিয়ে আসা। নির্বাচন যতো এগিয়ে আসবে ততো দলের নিরাপত্তাঝুঁকি বাড়বে।’

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা দলের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না, আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না। ভারতে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে। মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠিতে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর