ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। ৯ রাউন্ডের সুইস-লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে নীড়সহ তিনজন দাবাড়ু সমান সাড়ে সাত পয়েন্ট পেয়েছেন।
পরে টাইব্রেকিংয়ের কাট-ওয়ান বুখলজ স্কোরে ৫১ পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন নীড়। ৫০ পয়েন্ট নিয়ে মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ এবং ৪৫ পয়েন্ট নিয়ে মো. সাজিদুল হক তৃতীয় স্থান অর্জন করেন।
৭ পয়েন্ট করে পেয়েছেন আরও পাঁচজন দাবাড়ু। টাইব্রেকিংয়ের ভিত্তিতে তিতাস ক্লাবের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ চতুর্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ষষ্ঠ, বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সপ্তম এবং আহনাফ রশিদ চৌধুরী অষ্টম হন।
সাড়ে ছয় পয়েন্ট করে পেয়েছেন আটজন দাবাড়ু। টাইব্রেকিংয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ নবম, মানহা’স ক্যাসেলের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান দশম, জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির মুহতাদি তাজওয়ার নাশিদ একাদশ, খেলাঘর দাবা সংঘের রায়ান রশিদ মুগ্ধ দ্বাদশ এবং খেলাঘর দাবা সংঘের যোয়ার হক প্রধান ত্রয়োদশ স্থান অর্জন করে অর্থ পুরস্কার লাভ করেন।
রেটিং ক্যাটাগরির পুরস্কার পান মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মিরাজ উদ্দিন আহমেদ ও কামরুজ্জামান মামুন। বয়সভিত্তিক বিভাগে অনূর্ধ্ব-১৪ বিভাগে ঐতিজ্য বড়ুয়া এবং অনূর্ধ্ব-১০ বিভাগে আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ পুরস্কার পেয়েছেন। মহিলা বিভাগে সেরা হন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং উর্ধ্ব-৫০ বিভাগে পুরস্কার পান ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ।
৯ রাউন্ডের এই ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় মোট ১৭৯ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।