আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আগামী ১৯ থেকে ২২ জানুয়ারী দুবাইতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই সিরিজটি। বিশ্বকাপের আগে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে ওয়েস্ট ইন্ডিজ।
চলতি এসএ-টোয়েন্টি লিগ খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন ক্রিকেটার। এই লিগে খেলা ক্রিকেটাররা নেই ওয়েস্ট ইন্ডিজের আফগানিস্তান সিরিজের দলে। টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক শেই হোপের সঙ্গে দলে নেই রোস্টন চেজ, আকিল হোসেন, শারফেন রাদারফোর্ড। তাদের অনুপস্থিতিতে এই সিরিজে ক্যারিবিয়ানদের অধিনায়ক ব্র্যান্ডন কিং।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, ‘বিশ্বকাপের আগে দলকে ঝালিয়ে নেওয়ার পাশাপাশি এই সিরিজটি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পুনরায় দলে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি করে দিচ্ছে।’
সিরিজ খেলতে ১৪ জানুয়ারি দেশ ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরাতে পৌঁছার কথা ১৬ জানুয়ারি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১৯ জানুয়ারি। একই স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ ২১ ও তৃতীয় ম্যাচ ২২ জানুয়ারী মাঠে গড়ানোর কথা রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ দল: ব্র্যান্ডন কিং (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, খারি পিয়ের, কুইন্টিন স্যাম্পসন, জেডেন সিলস, রামন সিমন্ডস ও শামার স্প্রিংগার।