Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপজয়ী পেসারের পাশে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১০:৪৮

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই বিশ্বকাপে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পেসার শাহিন আলম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তরুণ সেই প্রতিভা কোথায় যেন হারিয়ে গেলেন! আর তার বড় কারণ আর্থিক সংকট।

আর্থিক সংকটে থাকা শাহিনের পাশে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব বিশ্বকাপজয়ী পেসারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে নিয়েছে বিসিবি।

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তরুণ পেসার শাহিন আলমের হাতে ৫ লাখ টাকার একটি চেক তুলে দেন। চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বিজ্ঞাপন

জানা গেছে, বড় ধরনের এক চোটে পরেছিলেন শাহিন। অস্বচ্ছল পরিবারের পক্ষে চোট সারিয়ে তোলার সঠিক ব্যবস্থা করা সম্ভব হয়নি। এর মধ্যে শাহিনের বাবা-মাও অসুস্থ হয়ে পরেন। সব মিলিয়ে ক্রিকেট থেকে দিনকে দিন দূরেই চলে যাচ্ছিলেন। বিষয়টি নিজরে এলে শাহিনকে আর্থিক সহায়তার কথা ভেবেছে বিসিবি।

অনেকদিন ইনজুরিতে ভোগার পর ইনজুরি কাটিয়ে উঠেছেন। সর্বশেষ ডিপিএলে খেলেছেন। তবে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র ৩টি। আশা ছিল চলতি প্রথম বিভাগ ক্রিকেট খেলবেন। কিন্তু বেশ কিছু ক্লাব লিগ বর্জন করলে খেলার সুযোগ আর মিলেনি শাহিনের।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর