আসন্ন টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তার কথা বলে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বদলে বিশ্বকাপ অনত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা চলছে ক্রিকেটের সর্বোচ্ছ সংস্থা আইসিসির। এদিকে, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, এসব নিয়ে না ভেবে খেলোয়াড়দের উচিত ক্রিকেটে মনোযোগ দেওয়া।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা চলছে। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই বিশ্বকাপ। ফলে ক্রিকেটারদের বিপিএলেই মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন হাবিবুল।
জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর কথার সূত্র ধরে উঠেছে কথাটি। শান্ত এক প্রশ্নের জবাব বলেন, প্রতিটি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলকে নিয়ে কোনো না কোনো ইস্যু তৈরি হয়। বিষয়টি দলের মনোযোগে প্রভাব ফেলে বলেছেন শান্ত।
শান্তর কথার প্রেক্ষিতে হাবিবুল বাশার বলেন, ‘এই পরিস্থিতি খেলোয়াড়দের হাতে নেই। আমি যদি খেলোয়াড় হতাম, তবে বিপিএলে ভালো পারফরম্যান্স করার দিকেই মনোযোগ দিতাম। খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই নিজেদের মধ্যে এসব নিয়ে আলোচনা করে—বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলা স্বাভাবিক—তবে তারা সবাই পেশাদার।’
সম্প্রতি টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স তুলনামূলক ভালো। বাংলাদেশ সর্বশেষ ২৪ টি-টোয়েন্টিতে জিতেছে ১৪ ম্যাচে।
হাবিবুল বাশার বলেন, ‘এগুলো যদিও প্রতিবন্ধকতা, তবুও গত ছয় মাসে আমরা যেভাবে খেলেছি তা নিয়ে আমাদের আত্মবিশ্বাসী হওয়া উচিত। আমরা আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটের ধরন এবং দল হিসেবে আমাদের ভূমিকা সম্পর্কে পরিষ্কার জানি। অজুহাত না দিয়ে আমাদের বিশ্বকাপে ভালো করার দিকে মনোনিবেশ করতে হবে।’
সূচি অনুযায়ী এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ৭ ফেব্রুয়ারি। বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ভারত ও শ্রীলংকায়।