বিশ্বভ্রমণের অংশ হিসেবে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ বাংলাদেশে এসে পৌঁছেছে ফিফা ২০২৬ বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ ট্রফির সঙ্গে এই ভ্রমণে এসেছেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য গিলবার্তো ডি সিলভা।
জানা গেছে, আজ বাংলাদেশ সময় সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে বিশ্বকাপ ট্রফি। বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠান হবে। সেখান থেকে বিশ্বকাপ ট্রফি নেওয়া হবে র্যাডিসন ব্লু হোটেলে। আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বিশ্বকাপ ট্রফি।
জানা গেছে, টিকিট নিশ্চিত করার শর্তে বিশ্বকাপ ট্রফির কাছাকাছি যেতে পারবেন সাধারণ সমর্থকরা, সঙ্গে ছবি তোলার সুযোগও থাকছে। তবে স্পর্শ করতে পারবে না কেউ।
গত ৩ জানুয়ারি ইতালির কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে বিশ্বভ্রমণ শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফির।
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে। আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকোতে। আসন্ন বিশ্বকাপে অংশ নিবে মোট ৪৮টি দল।