Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ট্রফি দেখে রোমাঞ্চিত জামাল ভূঁইয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৯:৪২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ২১:১৮

বিশ্বভ্রমণের অংশ হিসেবে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ বাংলাদেশে এসেছে ফিফা ২০২৬ বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ ট্রফির সঙ্গে এই ভ্রমণে এসেছেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য গিলবার্তো ডি সিলভা। বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখে রোমাঞ্চিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে বিশ্বকাপ ট্রফি। বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠান হয়। তারপর সেখান থেকে বিশ্বকাপ ট্রফি নেওয়া হয় র‌্যাডিসন ব্লু হোটেলে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয় বিশ্বকাপ ট্রফি।

বিজ্ঞাপন

বিশ্বকাপ ট্রফি প্রদর্শনে উপস্থিত ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামালও। জামাল ভূঁইয়া বলেন, ‘অভিজ্ঞতা জোস ছিল, টু বি অনেস্ট। গিলবার্তো (সিলভা) ট্রফি নিয়ে এসেছেন। এই প্রথম আমি বিশ্বকাপ ট্রফি সরাসরি দেখলাম, তাই আমার খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম ট্রফিটা হয়তো ছোট হবে, কিন্তু এটা আসলে বেশ বড়। আমি জিজ্ঞেস করেছিলাম এটার ওজন কেমন? জানলাম প্রায় ৭ কেজি পিওর গোল্ড। অভিজ্ঞতা সত্যিই খুব ভালো ছিল, আমি তো এক প্রকার স্টার-স্ট্রাক হয়ে গিয়েছিলাম।’

বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসা এবং প্রদর্শন করার সুযোগ পাওয়ার বিষয়টি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেছেন জামাল। তিনি বলেন, ‘যারা ফুটবলার হতে চায় কিংবা কঠোর পরিশ্রম করছে, তাদের জন্য এই ট্রফি একটি মোটিভেশন। আশা করি, নতুন প্রজন্মের হাত ধরে একদিন বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে নতুন কোনো অধ্যায় লিখতে পারবে।’

ব্যক্তিগতভাবে জামাল ভূঁইয়া ব্রাজিলের বড় ভক্ত। জামাল বড় হয়েছেন ডেনমার্কে যেই দলটা এবার বিশ্বকাপ খেলবে। জামালের প্রত্যাশা বিশ্বকাপ জিতুক ডেনমার্ক। তা না হলে কাপটা যেন উঠে ব্রাজিলের হাতে, প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের।

জামাল ভূঁইয়া বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলকে ফলো করি কারণ আমার প্রথম প্রিয় খেলোয়াড় ছিলেন রোনালদো। গিলবার্তোর সামনেই বলছিলাম, বিশেষ করে ২০০২ সালের সেই দলটি আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। তখন আমার বয়স ছিল ১২ বছর। সেই দলে রোনালদো, রিভালদো, রোনালদিনহো এমনকি গিলবার্তো নিজেও ছিলেন। অবশ্যই আমি চাইব ডেনমার্ক জিতুক। তবে ডেনমার্ক যদি না পারে, তবে ট্রফিটা ব্রাজিলের হাতেই দেখতে চাই।’

গত ৩ জানুয়ারি ইতালির কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে বিশ্বভ্রমণ শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফির।

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে। আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকোতে। আসন্ন বিশ্বকাপে অংশ নিবে মোট ৪৮টি দল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর