Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বাদশ বিপিএল
৮ ম্যাচে ৬ হার, তবু প্লে-অফের স্বপ্ন দেখছে নোয়াখালী

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ২০:১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার খেলতে আসা নোয়াখালী এক্সপ্রেসের অবস্থা এখন পর্যন্ত নাজেহাল। টুর্নামেন্টে টানা ছয় ম্যাচ হেরে খাদের কিনারায় দলটি। টানা ছয় হারের পর দুই জয় তুলে নিয়ে অবশ্য ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে দলটি। নোয়াখালী তাতে প্লে-অফের স্বপ্নও দেখছে।

কাগজে-কলমে অবশ্য এখনো প্লে-অফে যাওয়ার সমীকরণ টিকে আছে নোয়াখালীর। নোয়াখালী নিজেদের পরের ম্যাচগুলো জিতলে এবং পয়েন্ট টেবিলে তাদের ওপরে থাকা ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্সকে হারিয়ে দিলে সুযোগ থাকবে নোয়াখালীর।

হিসেবেটা বড্ডই কঠিন, তবে এই হিসেব মিলানোর দিকে তাকিয়ে আছে দলটি। নোয়াখালীর পাকিস্তানি খেলোয়াড় ইহসানউল্লাহ সংবাদ সম্মেলনে কথা বলেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। আরও একবার বাংলাদেশে এলাম। ভীষণ মজা করছি। আমাদের সমর্থকদের, আমরা পরপর দুটি ম্যাচ জিতেছি। আরও দুটি ম্যাচ আছে। যদি রান রেট ভালো থাকে আমরা কোয়ালিফাই করব। রংপুর ও ঢাকার ম্যাচে ঢাকা জিতলে আমাদের সুযোগ আছে।’

চলতি মৌসুমে ভালো করতে না পারলেও নোয়াখালী আগামীতে শিরোপা জিতবে বলে প্রত্যাশা ইহসানউল্লাহর। বলেন, ‘বিপিএলে ওরা (নোয়াখালী) মাত্র এসেছে, নতুন দল। শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। আর পরের আসরে আরও ভালো করবে। এই মৌসুমে চ্যাম্পিয়ন না হলে পরের মৌসুমে হবে ইনশাআল্লাহ।’

টানা হারের মধ্যে থাকায় নোয়াখালী হেড কোচ খালেদ মাহমুদ সুজনকে নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। তবে সুজনের প্রসংশা করলেন ইহসানউল্লাহ। পাকিস্তানি ক্রিকেটার বলেছেন, ‘প্রধান কোচ খুবই ফ্রেন্ডলি, বেশ ভালো। খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখেন।’

নোয়াখালী তাদের পরবর্তী ম্যাচ খেলতে মাঠে নামবে আগামীকাল। কাল থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হচ্ছে। নোয়াখালী কাল মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যলসের।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর