Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে রাজি ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ২০:৪৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ২১:০১

চলমান অস্থিরতার মধ্যে শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে চাওয়ার কথা জানিয়েছেন ক্রিকেটাররা। বিতর্কিত মন্তব্য করার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেট বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তাতে আজ বিপিএলের দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। রাতে শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফেরার বার্তা দিলেন ক্রিকেটাররা।

ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সংগঠন কোয়াবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এবং তাকে পরিচালক পদ থেকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া সেটা অব্যাহত থাকবে। সেই সঙ্গে নাজমুল ইসলামকে বিসিবির অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে যে অব্যাহতি দেওয়া হয়েছে সেই বিষয়টিও অটুট রাখতে হবে।

বিজ্ঞাপন

সেক্ষেত্রে আগামীকাল শুক্রবার থেকে বিপিএলের পরবর্তী ম্যাচগুলো খেলতে মাঠে নামবেন ক্রিকেটাররা।

কোয়াবের বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল এখন বিশ্বকাপে আছে। সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলোর ওপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।’

বিবৃতিতে কোয়াব আরও জানায়, ‘বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সেই প্রক্রিয়া চলতে থাকবে।’

সেই সঙ্গে এম নাজমুল ইসলামের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে কোয়াবের বিবৃতিতে। বলা হয়েছে, ‘পাশাপাশি, পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি।’

সবশেষ বলা হয়েছে, ‘আমরা বিসিবিকে জানিয়ে দিয়েছি তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।’

উল্লেখ্য, গতকাল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। রাতে তার পদত্যাগের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। বলা হয় নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কট করবে ক্রিকেটাররা।

পরে আজ দুপুরে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান ক্রিকেটাররা। তার খানিক বাদে নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। গতকাল রাতেই তাকে শোকজ করেছে বিসিবি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো