দোদুল্যমান ম্যাচটা একটা সময় সিলেট টাইটান্সের দিকে হেলে আনলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। রাজশাহীর ওয়ারিয়র্সের পেসার রিপন মণ্ডলকে পর পর দুই ছক্কায় হাঁকিয়ে ম্যাচ নাগালের মধ্যে নিয়ে এসেছিলেন মঈন। শেষ ১০ বলে জয়ের জন্য ১৩ রান দরকার ছিল সিলেটের। কিন্তু সেই রিপনেই জয়বঞ্চিত হয়েছে সিলেট।
সেই ওভারেই মঈন আলীকে ফিরিয়ে নাসুম আহমেদকেও ফেরান রিপন। শেষ ওভারে ১১ রান লাগত। রাজশাহীর পেসার বিনুদা ফের্নান্দো দুটি ওয়াইড করলেও সেই সমীকরণ মিলাতে পারেনি সিলেট। শেষ পর্যন্ত ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে রাজশাহী।
আগে ব্যাটিং করে ১৪৭ রান তুলেছিল রাজশাহী ওয়ারিয়র্স। পরে সিলেটের ইনিংস থেমেছে ১৪২ রানে। এই জয়ে এক ম্যাচ পরই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পূনরুদ্ধার করল রাজশাহী। ৯ ম্যাচে ৭ জয় নিয়ে পদ্মাপাড়ের দলটা এখন টেবিলে সবার ওপরে। আর নবম ম্যাচে আজ পঞ্চমবার হারা সিলেট নেমে গেছে টেবিলের তিন নম্বরে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর ইনিংসটা এগিয়েছে মূলত নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিমের ব্যাটে। ২৭ রানে দুই ওপেনার ফেরার পর তৃতীয় উইকেট জুটিতে ৩২ বলে ৫৬ রান তোলেন মুশফিক।
শান্ত ২১ বলে ৩৪ রান করে ফেরার পরও খানিক সময় ক্রিজে ছিলেন মুশফিক। ৩০ বলে ৪০ রান করে আউট হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানে থেমেছে রাজশাহী। সিলেটের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম।
পরে জবাব দিতে নেমে সিলেটের হয়ে দারুণ শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন। ৩০ বলে ৪১ রান করে ফেরেন ইমন। মাঝের ওভারগুলোতে কিছুটা স্লো খেলে রানের সঙ্গে বলের পার্থক্য বাড়িয়েছিলেন ৩৬ বলে ৩১ রান করা মুমিনুল হক। তবে শেষ দিকে সেই ব্যবধান কমিয়ে আনেন মঈন আলী।
কিন্তু তিন ছক্কায় মঈন আলী ১২ বলে ২৭ রান করে ফিরলে শেষের হিসেবটা আর মিলাতে পারেনি সিলেট। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে থেমেছে সিলেট। রাজশাহীর পেসার রিপন মণ্ডল ৩৪ রানে নিয়েছেন চার উইকেট। ২ উইকেট নিয়েছেন বিনুরা ফের্ন্দান্দো।