কদিন ধরেই ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে চরম শীতল অবস্থা বিরাজ করছে। এর মধ্যে যুব বিশ্বকাপে মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও ভারত অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়েতে শুরু হওয়া এই ম্যাচে টসের পর হাত মেলাননি ভারত যুব দলের অধিনায়ক আয়ুশ মাত্রে ও বাংলাদেশ যুব দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার।
টসের পর হাত মেলানোর বিষয়টি এড়িয়ে যান ভারতীয় অধিনায়ক। জিম্বাবুয়ের বুলাওয়েতে ম্যাচে টসের সময় প্রস্তুত ছিলেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ফলে সহ-অধিনায়ক আবরারকে পাঠানো হয় টস করতে।
টসের কয়েন ছিল আয়ুশের হাতে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে শূণ্যে কয়েন ছোড়েন ভারত অধিনায়ক। বাংলাদেশ অধিনায়ক কল করেন এবং টস জিতেন। তারপর আবাররকে এড়িয়ে যান আয়ুশ। বাংলাদেশ সহ-অধিনায়ক আবরারও হাত মেলানোর উগ্যোগ নেননি।
ম্যাচ করমর্দন না করার বিতর্কটি ভারত আগেও তৈরি করেছে। গত বছর এশিয়া কাপে এমন দৃশ্য দেখা গেছে একাধিকভাবে। দুই দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান।
টসের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে। ম্যাচ শেষেও হাত মেলাতে যাননি ভারতীয় ক্রিকেটাররা। পরে একই ঘটনা ঘটে দুই দলের বয়সভিত্তিক ক্রিকেট ও নারী ক্রিকেট ম্যাচেও। এবার বাংলাদেশ ম্যাচেও সেই বিতর্কিত বিষয়টি উষ্কে দিলেন ভারতের যুব দলের অধিনায়ক।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে হুট করে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কথা বলে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলংকায় নেওয়ার দাবি জানিয়েছে বিসিবি।
বিসিবির এমন দাবির পর স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বিসিবির সঙ্গে একাধিকবার ভার্চ্যুয়ালী বৈঠক করেছে আইসিসি। আজ আইসিসির প্রতিনিধি দল ঢাকায় আসার কথা বিসিবির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে।