কাগজে-কলমে রংপুর রাইডার্স চলতি বিপিএলের সবচেয়ে শক্ত দল। কিন্তু পুরো বিপিএল জুড়েই ছন্নছাড়া দলটি। প্রথম পর্ব ভালৈা কাটেনি। কোনো মতে প্লে-অফ নিশ্চিত করা রংপুর আজ বাঁচা-মরার ম্যাচে বড় স্কোর গড়তে ব্যর্থ। সিলেট টাইটান্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ১১১ রান তুলেছে আগে ব্যাটিং করতে নামা রংপুর।
হিসেব অনুযায়ী, এলিমিনেটর ম্যাচ হারলেই বিপিএল থেকে বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংটা একদমই ভালো হলো না তারকা সমৃদ্ধ দলটির।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নামা রংপুরের প্রথম চার ব্যাটারের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। ডেভিড মালান ৪, তাওহিদ হৃদয় ৪, লিটন দাস ১ ও কাইল মায়ার্স আউট হয়েছেন ৮ রান করে।
মিডল অর্ডারে মাহমুদউল্লাহ আর খুশদিল শাহ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তবে ইনিংস বড় করতে পারেননি আবার নিচের দিকের কেউ সেভাবে দাঁড়াতেও পারেনি।
ফলাফল নিয়মিত বিরতিতে উইকেট হারানো রংপুর ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে থেমেছে ১১১ রানে। দলটির পক্ষে ২৬ বলে সর্বোচ্চ ৩৩ রান করেছেন মাহমদুউল্লাহ। এছাড়া খুশদিল শাহ ১৯ বল খেলে ৩টি ছয়ে ৩০ রান করেন। এছাড়া রংপুরের পক্ষে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল নুরুল হাসান সোহান (১৮)।
সিলেটের হয়ে দারুণ বোলিং করেছেন দুই পেসার খালেদ আহমেদ ও ক্রিস ওকস। খালেদ ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। নতুন খেলতে আসা ওকস ৪ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।