Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি বিশ্বকাপ
বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাদের সঙ্গে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ০২:৩৭

বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে অন্যথায় বিশ্বকাপে বাংলাদেশ দলের বিকল্প হিসেবে অন্য দলকে নেওয়া হবে, বোর্ড মিটিংয়ের পর এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে আইসিসি। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে এক দিন সময় বেঁধে দিয়েছে আইসিসি। এদিকে, এসবের মধ্যে বিশ্বকাপ দলে ঢাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে এই বৈঠক হবে রাজধানীর একটি হোটেলে। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা এই বৈঠকে উপস্থিত থাকবেন।

ভারতে বিশ্বকাপ খেলতে যেতে কেন আপত্তি তুলেছে বাংলাদেশ, বিষয়টি ক্রিকেটারদের সামনে তুলে ধরা হবে বলে জানা গেছে। তারপর ক্রিকেটারদের পরামর্শকে গুরুত্ব দিয়ে বিশ্বকাপ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বিসিবি।

বিজ্ঞাপন

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে নিজেদের বিশ্বকাপ ম্যাচগুলো বিকল্প ভেন্যু শ্রীলংকায় সরিয়ে নেওয়ার অনুরোধ করে আসছে বাংলাদেশ। প্রসঙ্গটি নিয়ে বিসিবির সঙ্গে সরাসরি ও ভার্চুয়াল বৈঠক করেছে আইসিসি। বাংলাদেশ প্রতিবারই তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছে।

এদিকে, আজকের বৈঠক শেষে আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে- সব দিক বিবেচনা দেখা গেছে ভারতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশ দল পুরোপুরি নিরাপদ। সেই সঙ্গে দলের কর্মকর্তারা, সাংবাদিকগন এবং দর্শকদেরও কোনো প্রকার নিরাপত্তা ঝুকে নেই।

বল এখন বাংলাদেশ সরকার ও বিসিবির কোটে। ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠকের পর জল কোন দিকে গড়ায় সেটাই দেখার বিষয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর