বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার এবং বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় অবস্থানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টিতে আইসিসিরি স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির হস্তক্ষেপ চেয়েছে বিসিবি। আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে।
গত পরশু জরুরী মিটিংয়ের পর আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। ভারতে গিয়ে বাংলাদেশের ক্রিকেট খেলাতে কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে আইসিসি বলেছে, বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে অন্য দেশকে বিশ্বকাপে নেওয়া হবে। সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ১ দিনের সময় দেওয়া হয়।
এদিকে, গতকাল বিশ্বকাপ দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা দেন, বাংলাদেশ তাদের অবস্থানে অনড়। অর্থাৎ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি এখনো আছে বলেই বাংলাদেশের এই সিদ্ধান্ত বলেছেন আসিফ নজরুল।
পরে গতকাল সেই অবস্থানের কথা জানিয়ে আইসিসির কাছে ই-মেইল পাঠিয়েছে বিসিবি। চিঠিতে বলা হয়েছে, বিসিবি বিশ্বাস করে বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাবে রাজি হবে আইসিসি এবং বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে। এবং বিষয়টি স্বাধীন কমিটিতে তোলার বিষয়ে বলা হয়েছে।
অবশ্য বিসিবির এই বার্তার পর আইসিসির পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে চুপ ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।
উল্লেখ্য, ভারতীয় কিছু উগ্রপন্থীদের দাবিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। পরে বাংলাদেশের আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ।
পরে বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে একাধিক বৈঠক হয়েছে আইসিসির। কিন্তু প্রতিবারই নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে এসেছে বাংলাদেশ।