নিরাপত্তাশঙ্কায় বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলংকায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। সেই দাবি না মেনে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করেছে আইসিসি। বিষয়টিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা আছে বলছেন অনেকে। এদিকে, ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, বিশ্বকাপের আগ মুহূর্তে ভারতে ছড়িয়ে পরেছে নিপাহ ভাইরাস। পশ্চিমবঙ্গে ভাইরাসের প্রাদুর্ভাব বেশি।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের দুজনের অবস্থা আশাঙ্কাজনক। সংক্রমিতদের সংস্পর্শে আসা অন্তত ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ভারতে নিপাহ ভাইরাস ছড়িলে পরাতে এশিয়ার বিভিন্ন দেশে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরে ভারত থেকে যাওয়া ফ্লাইটগুলোতে এবং স্থলবন্দরে যাত্রী স্ক্রিনিং জোরদার করেছে বিভিন্ন দেশ। থাইল্যান্ড, ব্যাংকক ও ফুকেটের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে পশ্চিমবঙ্গ থেকে আসা ফ্লাইটে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে। নেপালও বিমানবন্দর এবং বিভিন্ন স্থল সীমান্তে আগত যাত্রীদের স্কিনিং শুরু করে দিয়েছে।
এক কথায় ভারতে নিপাহ ভাইরাস ছড়িয়ে পরেছে বলে ভারত থেকে আগত যাত্রীদের স্কিনিং করছে বিভিন্ন দেশ। এমন অবস্থায় বিদেশি দলগুলো ভারতে বিশ্বকাপ খেলতে আসবে তো? নিপাহ ভাইরাসের কারণে ভারতে যাওয়া স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতেই পারে।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২০টি দল। নিপাহ ভাইরাস ছড়িয়ে পরা পশ্চিমবঙ্গের কলকাতায় টুর্নামেন্ট শুরুর দিনই খেলা আছে। বেশ কয়েকটি ম্যাচ আছে কলকাতায়। সময়ের সঙ্গে সঙ্গে আরও ছড়িয়ে পরার শঙ্কা আছে নিপাহ ভাইরাসের। তেমনটা হলে বিষয়টি ভারতে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করেছে।