ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে তদন্ত চলছে বলে যে খবরটি ছড়িয়েছে সেটি ভিত্তিহীন বলে দাবি করেছে বিসিবি। যারা এমন গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে বিসিবি।
শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন কথা বলেছে বিসিবি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে সদ্য সমাপ্ত বিপিএলের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত চলছে। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল আমিনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করছেন বলে খবর ছড়িয়েছে। বিষয়টি নজড়ে আসার পরই বিবৃতি দিল বিসিবি।
বিসিবির বিবৃতিতে লিখিত বক্তব্যে অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘আমি বিসিবি সভাপতি আমিনুলের ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে তদন্ত করছি, এটি সম্পূর্ণ অসত্য ও মনগড়া অভিযোগ।’
এই ধরনের ভুয়া খবর ছড়িয়ে পরাতে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এই সকল কার্যক্রম বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ন করা ও বিসিবি ও দেশের ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টা বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
বিসিবির পক্ষ থেকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে। আইনি ব্যবস্থার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিবৃতিতে।