Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিকে ইন্টার মিলানের ৭০০ মিলিয়ন প্রস্তাব!


২৫ জুলাই ২০১৮ ১৯:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

খুদে জাদুকর লিওনেল মেসিকে দলে ভেড়াতে কে না চাইবে! বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে তাই খসাতে হবে মোটা অঙ্কের অর্থও। এর আগে ইংলিশ চ্যাম্প ম্যানচেস্টার সিটি যেমন ব্লাঙ্ক চেকের প্রস্তাব দিয়েছিল মেসিকে, এবার তেমনই প্রস্তাব দিয়েছে ইন্টার মিলান।

৭০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব দিয়েছে ইতালির ক্লাব ইন্টার মিলান। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে চুক্তি করে দল ভারি করেছে জুভেন্টাস অন্যদিকে নিজের দলকে শক্তিশালী করতে চায় মিলানও।

পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ীকে পেতে মেসির রিলিজ ক্লজ পরিশোধ করতে রাজী ইতালির জায়ান্টরা। ইতালির সংবাদ মাধ্যম টুটোস্পোর্টসের প্রতিবেদন মতে, মিলানের পৃষ্ঠপোষক পিরেইলি এই খরচ বহন করতে রাজি।

বিজ্ঞাপন

তবে, এখনও বার্সেলোনা বা মেসির কাছ থেকে কোন প্রতিক্রীয়া পাওয়া যায় নি। তবে, এমন প্রস্তাবে মেসি যে সাড়া দিবেন না সেটা তিনি আগেই বলে দিয়েছেন।

মেসিকে অবসর না নেওয়ার অনুরোধ তেভেজের

সারাবাংলা/জেএইচ

ইন্টার মিলান মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর