Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্বকাপের ধাক্কা কাটিয়ে ফিরবেন নেইমার’


২৮ জুলাই ২০১৮ ১৪:০৪ | আপডেট: ২৮ জুলাই ২০১৮ ১৪:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় ব্রাজিল। আর তাতেই মন ভেঙেছে ব্রাজিল তারকা স্ট্রাইকার নেইমারের। তবে বিশ্বকাপ থেকে শেষ আটে বিদায়ের ধাক্কাটা নেইমার দ্রুতই কাটিয়ে উঠবেন বলে মনে করছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ থমাস তুখেল।

ফরাসি লিগ ওয়ানের গত মৌসুমে ইনজুরির পড়ে অস্ত্রোপচারের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর সুস্থ হয়ে বিশ্বকাপ আসরে ব্রাজিলের হয়ে খেললেও বিশ্বকাপ জিততে পারেনি কোচ তিতের দল। এই সময়টা নেইমারের জন্য হতাশার বলেই মনে করেন পিএসজি কোচ তুখেল। তবে, তুখেল মনে করছেন বিশ্বকাপের ধাক্কাটা দ্রুতই কাটিয়ে উঠবেন এই তারকা, ‘সবকিছুই সবকিছুকে প্রভাবিত করে। আমি মনে করি, অতিরিক্ত আবেগের কিছু নেই।

বিজ্ঞাপন

‘এটা ঠিক, ব্রাজিল দল অনেক বেশি কিছুই আশা করেছিল। এটা অবশ্যই দলের খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলেছে। স্কোয়াড এবং ক্লাবের প্রত্যেকেই তাদের মানসিক অবস্থা ভাল করতে চেষ্টা করবো। যাতে তারা পরবর্তী লক্ষ্যের দিকে মনোযোগ দিতে পারে। বিশ্বকাপে যা হয়েছে তা নিয়েও যেন তারা আর চিন্তা না করে।’

তবে, নেইমার একজন বড় খেলোয়াড়। তাই পিএসজি কোচ মনে করছেন নেইমার খুব সহজেই ধাক্কা কাটিয়ে উঠতে পারবেন, ‘সে (নেইমার) বড় খেলোয়াড়। সে খুব ভালো করেই জানে কীভাবে জয় সামলাতে হয় এবং কিভাবে হার মেনে নিতে হয়। সে আবারো ঘুরে দাঁড়াবে। সে একজন চ্যাম্পিয়ন।’

 

সারাবাংলা/এসএন

থমাস তুখেল নেইমার পিএসজি ব্রাজিল লিগ ওয়ান

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
৫ জুলাই ২০২৫ ১৯:৫৬

আরো

সম্পর্কিত খবর