Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফে রেফারির দায়িত্বে জয়া চাকমা ও সালমা


২৮ নভেম্বর ২০১৭ ১২:১৩

সারাবাংলা প্রতিবেদক

ঢাকায় আগামী মাসের ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট। আর টুর্নামেন্টটিতে বাংলাদেশের হয়ে রেফারির দায়িত্ব পেয়েছেন সাবেক খেলোয়াড় জয়া চাকমা ও সালমা আক্তার। টুর্নামেন্টটি শেষ হবে ২৪ শে ডিসেম্বর।

 

পুরো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।

 

ইতোমধ্যে সাফের ফিক্সচার ও ম্যাচ পরিচালকদের তালিকা প্রকাশ করা হয়েছে। বাফুফের বিজ্ঞপ্তিতে পাওয়া তথ্য অনুযায়ী, সাফের এই টুর্নামেন্টটিতে দু’জন বাংলাদেশি নারী রেফারির দায়িত্ব পালন করবেন। এর মধ্যে একজন জয়া চাকমা। যিনি ফিফার কর্তৃক সনদপ্রাপ্য একজন রেফারি। সাথে থাকছেন সালমা আক্তার। এরা দুজনই খেলোয়াড় হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন।

 

এছাড়াও ভূটানের মিন্দু দর্জি, চকি ওম, শেরিন চদোয়েন, ভারতের মারিয়া রেবেলো, কুসুম মান্দি ও পিয়াস বাই, নেপালের অঞ্জনা রায় ও রাধিকা সাখ্য এবং শ্রীলঙ্কার লশানি করুনারত্নে ও ইয়াপা পাবাসারাকে ম্যাচ পরিলাচনার দায়িত্ব দেয়া হয়েছে।

 

ম্যাচ কমিশনার হিসেবে ভূটানের মিন্দু দর্জী ও রেফারি সাহায্যকারী হিসেবে দায়িত্ব পেয়েছে ভারতের মারিয়া।

 

এদিকে সাফে দুর্দান্ত কিছু করার জন্য অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন দেশের অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর