জাভিকে মনে করিয়ে দিচ্ছেন আর্থার
৩০ জুলাই ২০১৮ ১২:৩৮
।। স্পোর্টস ডেস্ক ।।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে একসময় মাঝ মাঠ কাঁপাতেন আন্দ্রেস ইনিয়েস্তা আর জাবি। দুই কিংবদন্তিই এখন ন্যু ক্যাম্পে নেই। দলের মধ্যমাঠে আসেনি তাদের মত খেলোয়াড়রাও। তবে, এই মৌসুমে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার এসেছেন বার্সায়। রোববার (২৯ জুলাই) বার্সার হয়ে অভিষেক ম্যাচে মাঠে নেমে জাভিকেই মনে করিয়ে দিলেন এই ব্রাজিলিয়ান।
টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপের ম্যাচে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। এরপর ট্রাইব্রেকারে ৫-৩ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ১৫ মিনিটে বার্সার হয়ে গোল করেন মুনির এল হাদ্দাদি। এরপর ম্যাচের ২৯ মিনিটে টটেনহ্যামের জালে বল জড়ান আর্থার। শুধু গোল নয়, এই ম্যাচে দারুণ খেলেই বার্সা কোচ আর্নেস্তো ভালভারদের মন ভরিয়েছেন এই ব্রাজিলিয়ান, ‘সে এমন এক খেলোয়াড়, যে আমাদেরকে অনেক কিছুই দিতে পারে। ম্যাচে বল দখলে রেখে আর গোল করে সে অনুপ্রেরণা দিয়েছে। সে যতক্ষণ মাঠে ছিল, ততক্ষণই সে খুব ভাল খেলেছে।’
ক্লাবের হয়ে অভিষেকের দিনে গোল করে কোচ আর্নেস্তো ভালভারদের মন ভরিয়েছেন। সতীর্থদেরও মনে করিয়ে দিলেন কিংবদন্তি জাবির কথা।
ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকেই এবার বার্সায় যোগ দিয়েছেন আর্থার। নতুন ক্লাবে অভিষেকের দিনে সতীর্থদেরকে কিংবদন্তি জাভির কথাই মনে করিয়ে দিচ্ছিলেন এই ব্রাজিলিয়ান, ‘আমি সাধারণত তুলনা করতে পছন্দ করি না, তবে সে (আর্থার) জাভির কথা মনে করিয়ে দিয়েছে। ম্যাচে তার বল নেয়া এবং পাস দেওয়ার ব্যাপারটা দারুণ। সে অনন্য, বার্সেলোনা দারুণ একজনের সঙ্গেই চুক্তি করেছে।’
বার্সেলোনার হয়ে মাঠে নামা ছিল আর্থারের কাছে স্বপ্নের মতো। তাই বার্সার হয়ে অভিষেক ম্যাচে মাঠে নামার আগে বেশ ঘাম ঝরিয়েছেন বলেই জানিয়েছেন আর্থার, ‘এখানে আসাটা স্বপ্নের মতো ছিল। এখানে আসার জন্য অনেক পরিশ্রম করেছি, তাই ভাগ্যও আমাকে এখানে নিয়ে এসেছে। সত্যিই আমি খুব খুশি। পরিশ্রম আর নিজের সেরা খেলাটাই দিয়ে যেতে চাই। ম্যাচে গোল করতে পেরে আর ম্যাচের ফলাফলে আমি বেশ খুশি।’
এই মৌসুমে আরেক ব্রাজিলিয়ান ম্যালকমও এসেছেন বার্সায়। ফরাসি সেন্টার ব্যাক ক্লেমেন্ট লেঙ্গলেটও যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাবটিতে। বার্সার জার্সিতে মাঠে নেমেছেন এই দু’জনও।
সারাবাংলা/এসএন
আর্থার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপ জাবি টটেনহ্যাম বার্সেলোনা