Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মনে হয়েছে যেন বাংলাদেশেই খেলছি’


৫ আগস্ট ২০১৮ ১০:১১

স্পেশাল করেসপন্ডেন্ট।।

যুক্তরাষ্ট্রে পৌঁছেই সাকিব আল হাসান বলেছিলেন, দ্বিতীয় বাড়িতে খেলবে বাংলাদেশ। সিপিএলে খেলার সুবাদে ফ্লোরিডার লডারহিলের মাঠ সাকিবের চেনা ছিল ভালোমতোই, আর যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের সমর্থন তো আছেই। আজ সত্যিই সত্যিই সেই সমর্থন দেখা গেল অকুন্ঠভাবে। রোববার (৫ আগস্ট) ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১২ রানের জয়ের পর ম্যাচ শেষে সাকিব তাই বললেন, মনেই হয়নি বাংলাদেশের বাইরে খেলছেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের এই মাঠে আগে আন্তর্জাতিক ম্যাচ হলেও কখনো খেলেনি বাংলাদেশ। অভিষেক ম্যাচ বলে কথা, বাংলাদেশিরা তাই দল বেঁধে এসেছিলেন খেলা দেখতে। শুধু ফ্লোরিডা নয়, অনেক দূরের রাজ্য থেকেও অনেকে এসেছিলেন। চার হাজার দর্শকে লডারহিলের মাথে ছিল উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশের প্রতিটি চার-ছয়ে দর্শকেরা উৎসাহ দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের প্রতিটি উইকেট পতনে ফাটিয়েছেন গলা। কাগজে কলমে ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক হলেও আসলে বাংলাদেশই যেন ছিল স্বাগতিক।

ম্যাচ শেষে সাকিব তাই বললেন, দর্শকের সমর্থন বড় ব্যাপার ছিল, ‘দর্শক একটা বড় ব্যাপার ছিল, আমার মনেই হয়নি দেশের বাইরে খেলছি। মনে হয়েছে যেন বাংলাদেশেই আছি। আশা করি কালও আমরা এ ধরনের সমর্থন পাব।’ সাকিব বললেন, প্রথম টি-টোয়েন্টিতে হারের পরও বিশ্বাস হারাননি, ‘সেন্ট কিটসে হারের পরেও নিজেদের ওপর আমার আস্থা ছিল। জানতাম, ওয়েস্ট ইন্ডিজের এই দলকে হারাতে পারব। আবু হায়দার আর অন্যরা দারুণ বল করেছে। মোস্তাফিজ খরুচে হলেও গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে।’

৪৪ বলে ৭৪ রানের ইনিংসে ম্যাচ সেরা হওয়ার পর তামিমও বললেন, ঘরের মাঠে খেলার স্বাদ পেয়েছেন, ‘পিচটা খুবই ভালো লেগেছে আমার, প্রথম বার ফ্লোরিডায় খেলেছি। আগের ম্যাচে শুরুতে আউট হয়ে গিয়েছিলাম, আজ ওই ভুল করিনি। সাকিবের ইনিংসটা দারুণ ছিল, আমার ওপর থেকে চাপ অনেক কমিয়ে নিয়েছে ওটা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এসএন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ সাকিব আল হাসান সাকিব-তামিম

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর