মেসির তোপে গোললাইন প্রযুক্তি আসছে আগামী মৌসুমেই!
২৮ নভেম্বর ২০১৭ ১৫:৪৫
সারাবাংলা ডেস্ক
এতোদিনে টনক নড়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের। রোববার ভ্যালেন্সিয়ার মাটিতে মেসির স্পষ্ট গোল বাতিল করায় তোপের মুখে স্পেন ফুটবলের অভিভাবক। মেসির তোপের মুখে পড়তে হয়েছিল রেফারিকে। সেই রেষ গিয়েছে আছড়ে পড়েছে ফিফাও। সূত্র বলছে, আগামী মৌসুমের গোললাইন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে ফেডারেশন।
তবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোললাইন প্রযুক্তি থাকলেও স্প্যানিশ লিগে কেন এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে না এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে এই ম্যাচ। তবে, দ্রুতই কোনও ব্যবস্থা নিতে চায় না ফেডারেশন।
সেই ম্যাচের ২৯ মিটিনে দূর পাল্লার জোরালো শটে গোল করেছিলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। বলটি গোললাইন অতিক্রম করলেও রেফারি বাতিল করে দিয়েছেন সেই গোল! সেই সময় মেসি ভ্যালেন্সিয়া গোলরক্ষক নেতোকে বোকা বানিয়ে বল ঠিকই পাঠিয়েছিলেন জাল বরাবর। প্রথমবার সুযোগ ফসকে গেলেও দ্বিতীয়বার বল নিজের আয়ত্তে আনতে যান নেতো। কিন্তু ততক্ষণে বল অতিক্রম করে গেছে গোললাইন!
যদিও এই বিষয়টি চোখে পড়েনি কারো। এই অবস্থায় ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির প্রযুক্তি নিয়ে কৌশলগত কারণেই চুপ হয়ে আছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কারণ নতুন এই প্রযুক্তি নিয়ে চুক্তিতে যেতে হবে তাদের। আর সেটির অনুমোদন লাগবে ফিফার।