১২’র সাথে ৩২’র লড়াই
২৩ আগস্ট ২০১৮ ২০:১২
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: এশিয়ান গেমসে দুই ম্যাচে মালয়েশিয়া প্রতিপক্ষে জালে ঢুকিয়েছে ২৬ গোল। কাজাখস্তানকে ১৬ আর থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ১০ গোল ব্যবধানে। অন্যদিকে বাংলাদেশ দুই ম্যাচে গোল দিয়েছে আটটি। নিজের জালে হজম করেছে দুটি। ওমান ও কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া।
গতি, খেলার ধরনে লাল-সবুজদের চেয়ে ঢের এগিয়ে মালয়েশিয়া। হকির আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও এগিয়ে তারা ১২ নম্বরে অবস্থান করছে। সেখানে বাংলাদেশের অবস্থান আরও ২০ ধাপ পেছনে। ৩২ নম্বরে। লড়াইটা সম্ভবত একপেশে হবে সেটা বলাই বাহুল্য।
মজার বিষয় হলো বাংলাদেশের কোচিং করাচ্ছেন যিনি তিনিও একজন মালয়েশিয়ান হকি খেলোয়াড়। ঐ দেশের জাতীয় দলে খেলা গোপিনাথান কৃষ্ণমূর্থী এখন বাংলাদেশের স্কোয়াডে। লাল-সবুজদের কোচও তিনি। তাই অভিজ্ঞতার সুযোগটা কাজে লাগাতে চাইবেন কোচ।
আগামী ২৪ আগস্ট (শুক্রবার) মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে গোপিনাথান কৃষ্ণমুর্তির শিষ্যরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
এর আগে জিমি-চয়ন-শিটুলরা ওমানকে ২-১ গোলে হারিয়ে এশিয়াডের যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানকে হারিয়েছে ৬-১ ব্যবধানে।
এরপর গ্রুপ পর্বের বাকি ম্যাচে পাকিস্তান, থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সারাবাংলা/এসএন/জেএইচ