Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ জিততো বায়ার্ন!


২৪ আগস্ট ২০১৮ ১৫:২৯ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ১৬:৪৯

।। স্পোর্টস ডেস্ক ।।

বায়ার্ন মিউনিখ ছেড়ে এই মৌসুমেই বার্সেলোনায় যোগ দিয়েছেন চিলি মিডফিল্ডার আরতুরো ভিদাল। ব্রাজিল তারকা পাওলিনহো বদলে ক্যাম্প ন্যু’তে আসা এই মিডফিল্ডারের এখনো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা হয়নি। তবে চ্যাম্পিয়ন্স লিগ না জেতা এই মিডফিল্ডার অবাক করা এক তথ্য দিয়েছেন।

দলবদলের মৌসুমে ২৭ মিলিয়ন পাউন্ড ‘রিলিজ ক্লজ’ চুক্তিতে স্প্যানিশ ক্লাবে আসে চিলির এই মিডফিল্ডার। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল এবং ২০১৮ সালে একই আসরের সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে যায় বায়ার্ন।

তবে রিয়ালের কাছে দুই আসরেই ম্যাচ হেরে বিদায় নেয়া বায়ার্নের সাবেক এই মিডফিল্ডার মনে করছেন, ভিডিও রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট (ভিএআর) প্রযুক্তি থাকলে চ্যাম্পিয়ন্স লিগ জিততো বায়ার্ন, ‘ভিএআর থাকলে বায়ার্ন দুটি চ্যাম্পিয়নস লিগ জিততে পারতো।’

বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ না জেতা ভিদাল আশা করছে বার্সায় এই শিরোপা জেতার, ‘চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে ভাল লাগে। আমি জানি, বার্সেলোনা আগেই এই শিরোপা জিতেছে, তবে এখানে আমি এই শিরোপা জিততে চাই।’

 

সারাবাংলা/এসএন

চ্যাম্পিয়ন্স লিগ বায়ার্ন মিউনিখ বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর