Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অ্যান্ডারসনকে কেউ ছাড়িয়ে যেতে পারবে না’


২৭ আগস্ট ২০১৮ ১৪:১২

।। স্পোর্টস ডেস্ক ।।

টেস্ট ইতিহাসের সেরা পেসার বলা হয় কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে। পেসার হিসেবে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। তার ঠিক পরেই আছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। এবার অপেক্ষা ম্যাকগ্রাকে ছাড়িয়ে যাওয়ার। ম্যাকগ্রা মনে করেন, তাকে (ম্যাকগ্রা) ছাড়িয়ে গেলে অ্যান্ডারসনকে আর কেউ ছাড়িয়ে যেতে পারবে না।

ক্যারিয়ারে ১২৪ টেস্টে ২৪৩ ইনিংস খেলে ৫৬৩ উইকেট নিয়েছিলেন গ্লেন ম্যাকগ্রা। টেস্ট ফরম্যাটে এর পরের জায়গাটাই দখল করে আছেন অ্যান্ডারসন। ক্যারিয়ারে এ নিয়ে ১৪১ টেস্টে ২৬৩ ইনিংস খেলে ৫৫৭ উইকেট নিয়েছেন ইংলিশ এই পেসার।

ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করে চলেছেন ইংলিশ এই পেসার। চলতি টেস্টে ৩ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। কিংবদন্তি ম্যাকগ্রাকে ছাড়িয়ে যেতে আর মাত্র ৭ উইকেট দরকার ইংলিশ এই তারকা। বুঝাই যাচ্ছে, ভারতের বিপক্ষে এই সিরিজেই কিংবন্তিকে ছাড়িয়ে যাচ্ছেন অ্যান্ডারসন।

তবে রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় মোটেও অখুশি নন ম্যাকগ্রা। বরং অ্যান্ডারসনের শুভকামনা জানিয়েছেন তিনি, ‘জিমির (অ্যান্ডারসন) জন্য আমার অনেক সম্মান আছে। ওর জন্যে শুভকামনা। আমি বিশ্বাস করি, আমাকে ছাড়িয়ে গেলে তাকে কেউ হারাতে পারবেনা।

‘রেকর্ড করতে পারাটা দারুণ। টেস্ট ইতিহাসে উইকেট শিকারের দিক থেকে অন্য পেসারদের চেয়ে আমি ওপরে আছি, এটা নিয়ে আমি গর্বিত। কিন্তু এই রেকর্ড ভাঙতেই পারে। জিমিকে (অ্যান্ডারসন) নিয়েও আমি গর্ব করবো, যখন সে আমাকে ছাড়িয়ে যাবে। তবে আমরা কোন দেশ থেকে এসেছি, সেটা বড় কথা নয়।’

শুধু নিজের সঙ্গেই নয়, অ্যান্ডারসনকে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের সঙ্গেও তুলনা করেন ম্যাকগ্রা, ‘তার সুইং করার ক্ষমতা দারুণ। বোলিংয়ে এটা অনেকটা আর্টের পর্যায়ে পড়ে। সবাই এটা করতে পারেনা। ওয়াসিম আকরামও তেমনই একজন।’

বিজ্ঞাপন

২০০৩ সালে লর্ডসে টেস্ট অভিষেক হয় অ্যান্ডারসনের। তখন থেকেই ফিটনেস নিয়ে কাজ করছেন তিনি। ৩৬ বছর বয়সী এই পেসার টেস্ট ক্যারিয়ার বড় করতে লড়াই করে যাচ্ছেন বলে জানিয়েছেন ম্যাকগ্রা, ‘দুই সপ্তাহ আগে ওর (অ্যান্ডারসন) সঙ্গে কথা হয়েছে। ওর বয়স এখন ৩৬, তবে সে নিজেকে ৩২ বছর বয়সী মনে করে। টেস্ট ক্রিকেট র‍্যাংকিংয়ে ইংল্যান্ডের সব বোলারদের ওপরে আছে সে। ওর কোচ ট্রেবর বেইলিস মনে করছেন, ৪০ বছর পর্যন্ত সে (অ্যান্ডারসন) খেলতে চায়’

সারাবাংলা/এসএন

ওয়াসিম আকরাম গ্লেন ম্যাকগ্রা জেমস অ্যান্ডারসন টেস্ট রেকর্ড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর