Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন মোরিনহো


২৮ আগস্ট ২০১৮ ১২:০১ | আপডেট: ২৮ আগস্ট ২০১৮ ১২:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

নতুন মৌসুমে লিগের প্রথম ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার (২৭ আগস্ট) টটেনহামের কাছে হারতে হয়েছে ৩-০ গোলে। এরপর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের তোপের মুখে পড়ে সংবাদ সম্মেলন ছেড়ে বেরিয়ে গেলেন ইউনাইটেড কোচ হোসে মোরিনহো।

কোচিং ক্যারিয়ারে লিগের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে কখনো হার দেখতে হয়নি মোরিনহোকে। এমন ব্যর্থতার পর সংবাদ সম্মেলনে তার দিকে প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা। আর তাতেই মেজাজ হারিয়ে বসেন ইউনাইটেডের এই কোচ। সংবাদ সম্মেলন ছাড়ার আগে তিনি বলেন, ‘আমি তিনবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছি, যা লিগের বাকি ১৯ জন কোচের চেয়ে বেশি। আমি তিনবার জিতেছি, তারা জিতেছে সর্বোচ্চ দুইবার।

বিজ্ঞাপন

‘সম্মান, সম্মান, সম্মান দিন।’

ভিডিওতে দেখুন সংবাদ সম্মেলন ছেড়ে গেলেন মোরিনহো

https://www.youtube.com/watch?v=LeLui8Gh9MU

সোমবার লুকাস মৌরার জোড়া গোল আর হ্যারি কেইনের একমাত্র গোলে ৩-০ গোলের ব্যবধানে হারতে হয়েছে ইউনাইটেডকে।

এই ম্যাচ হেরে মাত্র ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৩ নাম্বারে নেমে গেছে ইউনাইটেড। অন্যদিকে এই ম্যাচে জয় তুলে সবমিলিয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে টটেনহাম। সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।

তবে লিগের প্রথম তিন ম্যাচে দুটিতে হারের পর বুঝাই যাচ্ছে, মৌসুমের শুরুটা বেশ বাজেভাবেই কাটাতে হচ্ছে ইউনাইটেডের।

সারাবাংলা/এসএন

ম্যানচেস্টার ইউনাইটেড সংবাদ সম্মেলন হোসে মোরিনহো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর