Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই


২৮ আগস্ট ২০১৮ ১৪:০৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য সবার আগে বাংলাদেশ পৌঁছেছে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল। সাফের প্রস্তুতির অংশ হিসেবে নীলফামারীতে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লঙ্কানরা। দলটি ঢাকায় পৌঁছে সেখান থেকে সৈয়দপুর বিমানবন্দরে যায়। এরপর রংপুরে অবস্থান নিয়েছে অতিথিরা। বুধবার (২৯ আগস্ট) নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।

বিজ্ঞাপন

এই ম্যাচকে সামনে রেখে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নীলফামারী সেজে উঠেছে ফুটবলের সাজে। সৈয়দপুর বিমানবন্দরে শ্রীলঙ্কা জাতীয় দল পৌঁছালে সেখানে শত শত ক্রীড়ামোদী মানুষ ভিড় করেন। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ফুটবল প্রেমীরা ফুল ছিটিয়ে শ্রীলঙ্কান ফুটবলারদের অভ্যর্থনা জানান।

প্রায় সাড়ে ২১ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই ম্যাচের টিকিট ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, উত্তরা ব্যাংকসহ ১১টি শাখায় ছাড়া হয়। এছাড়া স্টেডিয়ামটির কাউন্টারেও টিকিট পাওয়া যায়। ভিআইপি গ্যালারির জন্য টিকিটের দাম রাখা হয়েছে এক হাজার টাকা ও সাধারণ গ্যালারির জন্য ১০০ টাকা করে। সংরক্ষিত নারী গ্যালারির টিকিট ও ভিআইপি টিকিট শেখ কামাল স্টেডিয়াম ভবন থেকে সংগ্রহ করা যায়। টিকিট বিক্রির প্রথম দিনের বরাদ্দের সাড়ে ১২ হাজার টিকিট নিমেষেই শেষ হয়ে যায়। ২৬, ২৭ ও ২৮ আগস্ট টিকিট বিক্রির জন্য নির্ধারিত দিন ছিল; ইতোমধ্যেই টিকিট শেষ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের একটি টিকিট সেখানে সোনার হরিণ। ঢাকার বাইরে ফুটবলের জনপ্রিয়তা যে আকাশচুম্বী সেটাই প্রমাণ হচ্ছে।

বিজ্ঞাপন

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আর চলতি ধারা বিবরণী শোনা যাবে বাংলাদেশ বেতারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফিফার সকল নিয়ম-কানুন মেনেই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

৪ থেকে ১৫ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসর। ঘরের মাঠে টুর্নামেন্টটি খেলতে মুখিয়ে আছে স্বাগতিকরা। ১৫ বছর আগে ২০০৩ সালে ঘরের মাঠে শিরোপা জিতেছিল বাংলাদেশ। কোচ জেমি ডে রোমাঞ্চিত শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচটি নিয়ে। দলে জায়গা দেওয়া হয়েছে অভিজ্ঞদের সঙ্গে তরুণদের। এই ম্যাচটি দেখেই সাফের চূড়ান্ত দল ঠিক করবেন বাংলাদেশ কোচ।

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এই প্রস্তুতি ম্যাচ খেলতে আগেভাগে চলে এসেছে শ্রীলঙ্কা। সাফের ‘বি’ গ্রুপে তারা খেলবে ভারত ও মালদ্বীপের বিপক্ষে। আর ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, নেপাল ও ভুটান। সাফের আগের এগারো আসরে সাতবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। একবার করে শিরোপা জিতেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপ।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

ছবির গল্প শিল্পকলায় পিঠা খাওয়ার ধুম
৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর