Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের হয়ে আর খেলবেন না ভার্ডি


২৮ আগস্ট ২০১৮ ১৯:১২

।। স্পোর্টস ডেস্ক ।।

জাতীয় দল ইংল্যান্ডের হয়ে মাত্র ২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেই অবসরের ঘোষণা দিলেন তারকা স্ট্রাইকার জ্যামি ভার্ডি। ২০১৫ সালে ইংলিশদের হয়ে অভিষেক হয়েছিল ৩১ বছর বয়সী ভার্ডির। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের ঘোষণা দিলেও খেলবেন ক্লাব ক্যারিয়ারে। ২০১২ সাল থেকে তিনি খেলছেন লিচেস্টার সিটিতে।

লিচেস্টারে খেলে ভার্ডি জিতেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। ২০১৫-১৬ মৌসুমে হয়েছিলেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার। রাশিয়া বিশ্বকাপের দলেও ছিলেন ভার্ডি। সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ইংলিশরা। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে হেরে ইংলিশরা আসর শেষ করেছিল চতুর্থ হয়ে।

অবসর প্রসঙ্গে ভার্ডি জানান, জাতীয় দলকে বিদায় বলে দেওয়া যে কোনো ফুটবলারের জন্য কঠিন সিদ্ধান্ত। আমি কোনো তরুণ ফুটবলারের জন্য বাধা হয়ে থাকতে চাই না। দলের কোচ গ্যারেথ সাউথগেটের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তিনি চান একটি তারুণ্যনির্ভর দল।

আগামী সেপ্টেম্বরে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। হ্যারি কেইনদের সেই দলে নিশ্চিতভাবেই জায়গা পেতেন ভার্ডি। তবে, আগেভাগেই কোচের সঙ্গে কথা বলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়ায় ইংলিশ কোচ সাউথগেটকে বিকল্প খুঁজতে হচ্ছে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর