Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাল্টা জবাব পেলেন মেসি


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০২

।। স্পোর্টস ডেস্ক ।।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্কচ্ছেদ করে গত জুলাইয়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্গুগিজ তারকা লা লিগা ছেড়ে যাওয়ায় রিয়াল মাদ্রিদকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছিলেন বার্সার প্রাণভোমরা মেসি। রোনালদোকে ছাড়া রিয়ালের শক্তিও কমে গেছে-এমনটিও বলেছিলেন মেসি। সেটা হয়তো রিয়ালের কোচ আর খেলোয়াড়দের সম্মানে লেগেছে।

রোনালদো চলে যাওয়ার পর নতুন কোচ হুলেন লোপেতেগুই যোগ দিয়েছেন রিয়ালে। তার অধীনে রোনালদোকে ছাড়া ইউরোপিয়ান সুপার কাপে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছে রিয়াল। তবে, লা লিগার প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তার শিষ্যরা। ২৪ ঘণ্টা না পেরুতেই রিয়ালের নতুন এই স্প্যানিশ কোচ পাল্টা জবাব দিয়েছেন মেসিকে।

রিয়ালের শক্তিমত্তা নিয়ে কাতালুনিয়া রেডিওকে মেসি জানান, রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা দল। তাদের ভালো একটি স্কোয়াড আছে। তবে এটা নিশ্চিত করেই বলা যায়, রোনালদোর অভাব তাদের ভোগাবে। আর এই মৌসুমে রোনালদো ছাড়া রিয়াল ভালো করতে পারবে না। তাকে ছাড়া শক্তি কমে গেছে রিয়ালের। পরের এল ক্লাসিকোতে রোনালদো না থাকায় রিয়ালের বিপক্ষে আমরাই এগিয়ে থাকবো। রোনালদো যোগ দেওয়ায় জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগে পরিষ্কার ফেবারিট থাকবে।

মেসির এমন বক্তব্যে রিয়াল কোচ লোপেতেগুই জানালেন, বর্তমান রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ দেখছি না। আমাদের কোনোভাবেই খাটো করে দেখার প্রয়োজন নেই। আর রোনালদোর চলে যাবার আগে তার সঙ্গে কিংবা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। রোনালদোর চলে যাওয়ার সিদ্ধান্ত ও কৌশলকে আমি শ্রদ্ধা করি।

৩৩ বছর বয়সী রোনালদো ৯ বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে জুভেন্টাসে যোগ দেওয়ার আগে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি তারই দখলে। এছাড়া নয় মৌসুমে দুটি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ, দুটি উয়েফা সুপার কাপ ও তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর