Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপিএলে রাসেলের সতীর্থ তামিম-মুশফিক


১১ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৭

স্পোর্টস ডেস্ক।। 

নিলামে নাম ছিল বাংলাদেশের অনেক ক্রিকেটারের। শেষ পর্যন্ত তামিম ইকবাল ও মুশফিকুর রহিম দল পেয়েছেন। প্রথমবারের মতো আফগানিস্তান প্রিমিয়ার লিগ হতে যাচ্ছে, সেখানে একই দলে খেলবেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনকেই দলে নিয়েছে নানগারহার ফ্র্যাঞ্চাইজি।

ডায়মন্ড ক্যাটাগরিতে ডাক পেয়েছেন তামিম, আর মুশফিক ডাক পেয়েছেন সিলভার ক্যাটাগরিতে। এই দলে তাঁদের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তিনিই নানগারহারের আইকন। অন্য দলগুলোতেও আছেন বেশ কয়েকজন বড় মুখ। শহীদ আফ্রিদি আছেন পাকতিয়ায়, ক্রিস গেইল যোগ দিয়েছেন বালখে, ব্রেন্ডন ম্যাককালাম যোগ দিয়েছেন কান্দাহারে। আর কাবুলের আইকন এই মুহূর্তে টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার রশীদ খান।

তবে তামিম-মুশফিকের এই সিরিজে খেলার সম্ভাবনা ক্ষীণই। ৫ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এপিএল হবে আরব আমিরাতের ভেন্যু শারজায়। ওই সময় বাংলাদেশ ব্যস্ত থাকবে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে। তামিম-মুশফিক আদৌ খেলবেন কি না, সেটি এখনই বলা যাচ্ছে না। এই মুহূর্তে এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল আছে দুবাইয়ে।

সারাবাংলা/ এএম

তামিম ইকবাল মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর