Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফের ঝাল এএফসিতে মেটালো মারিয়ারা


১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৬

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: একটা ক্ষোভ কি জন্মেছিল ফর্মের তুঙ্গে থাকা কিশোরিদের? ভুটানের মাটিতে গোলের বন্যা ভাসানো মেয়েরা সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছিলেন ভারতের কাছে হেরে। সেই হারের ক্ষত বড় দাগ কেটেছে মারিয়া-তহুরাদের মনে। ক্ষোভ থেকেই কিনা এএফসি কাপে তেতে উঠলেন আরও বেশি!

বাহরাইনের জালে গুনে গুনে ১০ গোল দিয়েছে কিশোরিরা। গোলবারের সামনে থেকে এমন আরও গোটা চার-পাঁচেক সহজ সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধানটা আরও বড় হতো পারতো। তাছাড়া তিনটি গোল অফসাইডে বাতিল হয়েছেই।

ম্যাচ শেষে তাই মারিয়ার কণ্ঠে গত সাফের গল্প, ‘সাফে হারার পর থেকেই আমরা চাচ্ছিলাম এবার এএফসি কাপে চ্যাম্পিয়ন হবো। প্রথম ম্যাচ অনেক গোল করতে চেয়েছিলাম। তাই আজকের বড় জয়টা দরকার ছিল।’

স্টেডিয়ামটাও বেশ পরিচিত গোলাম রব্বানি ছোটনের শিষ্যদের। কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামেই গতবছর ডিসেম্বরে সাফ চ্যাম্পিয়ন হয়েছিলো মেয়েরা। এবার এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ মিশন তারা বাহরাইনকে ১০-০ ব্যবধানে উড়িয়েই শুরু করেছে।

চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প দেখছে না বাছাইপর্বে। তাই ম্যাচ বাই ম্যাচ পাখির চোখ করতে চায় কোচ গোলাম রব্বানি ছোটন, ‘প্রত্যেক ম্যাচ ধরে ধরে আগাতে চাই। পরের ম্যাচ লেবাননের সঙ্গে। তারা অনেক কঠিন প্রতিপক্ষ। তাদের ম্যাচ দেখেছি। আপাতত সেই দিকেই দৃষ্টি আমাদের।’

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ লেবাননের সঙ্গে ১৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে সকালে সাড়ে এগারটায়।

সারাবাংলা/জেএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর