Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষত শুকানোর লড়াই


২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৭

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: সেই রাতটার কথা ভুলতে পারবে বাংলাদেশের ক্রিকেট সমর্থক। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে লাল-সবুজরা। ২০১২ সালের ২২ মার্চ। কোটি সমর্থকদের চোখ ট্রফির দিকে। মাত্র ২ রানে হেরে গিয়েছে কেঁদেছে সাকিব-তামিম-নাসির-মুশফিকরা।

সেদিন কাঁদে নি এমন দেশের সমর্থক পাওয়া কষ্টকর হবে। সেই কষ্টটা এখনও বইয়ে বেড়াচ্ছে টাইগাররা। এশিয়া কাপে এখনও জেতা হয়নি পাকিস্তানের সঙ্গে।

বিজ্ঞাপন

ঢাকায় অনুষ্ঠিত ফাইনালের পর পাঁচ মুখোমুখিতে (একটি টি-টোয়েন্টিসহ) চারটিতেই জিতেছে বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানকে আতিথেয়তা দিয়ে ৩-০ ব্যবধানে বাংলাওয়াশ করে বাংলাদেশ। এরপর ২০১৬ সালে টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট পায় মাশরাফির দল। ২০১৪ এশিয়া কাপেও জয়ের পথে ছিল বাংলাদেশ। কিন্তু আফ্রিদির শেষ ঝড়ে বাংলাদেশ ম্যাচ হারে অন্তিম মুহূর্তে। সব মিলিয়ে এশিয়া কাপের ওই ফাইনালের পর পাকিস্তানকে একাধিকবার হারিয়েছে বাংলাদেশ। কিন্তু এশিয়া কাপের মঞ্চে পাকিস্তান বধ হয়নি।

এবার সেই একই মঞ্চ। এবার ফাইনাল নয়। ফাইনালে যাওয়ার পথে সবচেয়ে বড় যুদ্ধ। অলিখিত সেমিতে পরিণত হওয়া এই ম্যাচ নির্ধারণ করে দিবে কে ফাইনালে পা রাখবে।

এবার কি সেই ক্ষত শুকানোর সময়?

অসম্ভব নয় নিশ্চয়ই। আফগানিস্তানের সঙ্গে জিতে ভারতের কাছে ভরাডুবি হয়ে পাকিস্তানের। এমনিতেই মনোবলের দিকে পিছিয়ে থাকবে তারা। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে থাকা বাংলাদেশও চাইবে জয় তুলে নিতে। এশিয়া কাপে পাকিস্তান বধ করতে।

সেটা কি এবারই করতে পারবে সাকিব-মাশরাফিরা?

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর