Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রয়ে কোপা দেল রের শেষ ১৬ নিশ্চিত রিয়ালের


২৯ নভেম্বর ২০১৭ ১৪:২৪

সারাবাংলা ডেস্ক

লা লিগের ফর্মহীনতা থেকে বেরিয়ে আসতে পারছে না রিয়াল মাদ্রিদ। আজ কোপা দেলরেতে একটুর জন্য হার এড়িয়েছে জিনেদিন জিদানের শীষ্যরা। কোনমতে ড্র করেছে তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাদারের সাথে। তবে ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলেতে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এদিন চোট সেড়ে ফিরেছেন রিয়ালের ওয়েলস তারকা গ্যারেথ বেল। চোট কাটিয়ে ফিরেই বানিয়ে দিয়েছেন দুই গোল। দুই মাস বেঞ্চে বসে থাকা তারকা এত দিন ছিলেন উঁরুর চোটে। আর আজকের ম্যাচে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামা রিয়াল মাদ্রিদ বেল মাঠে নামার আগ পর্যন্ত পিছিয়েই ছিল। তার ফেরার পরই স্কোর লাইনে আসে পরিবর্তন। ২-১ ব্যবধান করে দেখান দুটি গোল বানিয়ে। এই দুটি গোল করেন মায়েরাল। ৬২ ও ৭০ মিনিটে আসে সেই দুটি গোল।

এর আগে প্রথমার্ধের ২৫ মিনিটে মিয়ার গোলে এগিয়ে ছিল ফুয়েনলাব্রাদার। আর শেষ দিকে ৮৯ মিনিটে পোর্তিয়া রিয়ালের জালে বল জড়ালে ২-২ স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রিয়াল মাদ্রিদকে।

প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকায় ১৯বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শেষ ষোলোতে এমনিতেই জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর