দল জয় পেলেও খুশি নন ভিদাল
৪ অক্টোবর ২০১৮ ১৩:২৮
।। স্পোর্টস ডেস্ক ।।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে টিটেনহামের বিপক্ষে মেসির জোড়া গোলে ৪-২ গোলে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। তবে এই ম্যাচে দল জিতলেও খুব একটা খুশি হতে পারেননি চিলি মিডফিল্ডার আর্তুরো ভিদাল।
ওয়েম্বলিতে বার্সার জয়ের দিনে মেসির জোড়া গোল ছাড়াও টটেনহামের জালে বল জড়িয়েছেন ফিলিপ কুতিনহো ও ইভান রাকিতিচ। এদিন ম্যাচের শেষের তিন মিনিট আগে কুতিনহোর বদলি হিসেবে মাঠে নামেন আর্তুরো ভিদাল। যে কারণে দল জিতলেও অনেকটাই অখুশিই হলেন ভিদাল।
২০১৫ সাল থেকে তিন মৌসুম কাটিয়ে বায়ার্ন মিউনিখ থেকে ২৯ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে এবারই ক্লাব বার্সেলোনায় যোগ দেন ভিদাল। তবে বার্সার আসার পর অনেকটা সময় বেঞ্চেই কাটাতে হচ্ছে চিলির এই মিডফিল্ডারকে। আর্থার, রাকিতিচ আর সার্জিও বুসকেটসদের দারুণ পারফরম্যান্সের কারণেই দলে নিয়মিত হতে পারছেন না সদ্য বার্সায় আসা এই মিডফিল্ডার।
ওয়েম্বলিতে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে রাগের একটি ইমো ব্যবহার করে পোস্ট করেন ভিদাল। যে কারণে বুঝাই যাচ্ছিল দল জয় পেলেও নিজেকে নিয়ে খুশি নন তিনি।
সারাবাংলা/এসএন