Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের কাছে বিধ্বস্ত চীন


১০ অক্টোবর ২০১৮ ১৪:০৫

।। স্পোর্টস ডেস্ক ।।

আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে চীনকে উড়িয়ে দিয়েছে নেপাল। বুধবার (১০ অক্টোবর) কুয়ালালামপুরে মাঠে নামে দুই দল। আগে ব্যাট করে চীন ১৩ ওভারে অলআউট হওয়ার আগে মাত্র ২৬ রান তোলে। জবাবে, ব্যাটিংয়ে নেমে ১.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে নেপাল। ১০ উইকেটের জয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন নেপালের তরুণ তারকা স্পিনার সন্দীপ লামিচান।

চীনের ওপেনার ইয়ান ২৭ বলে এক বাউন্ডারিতে করেন ১১ রান। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৫ রান করেন ডিজে মা। আর ১ রান করেন চেন জিনফ্যাং। বাকি আট ব্যাটসম্যান ০ রান করেন।

নেপালের সন্দীপ লামিচান ৪ ওভারে ৪ রান দিয়ে নেন ৩ উইকেট। রেগমি ৪ ওভারে ৫ রান দিয়ে পান ৩ উইকেট। আর ৩ ওভারে রাজবানশি ৩ ওভারে ১২ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন।

২৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নেপালের ওপেনার আইরি ৩ বলে ৪ রান করে অপরাজিত থাকেন। ৮ বলে তিনটি চার আর একটি ছক্কায় ২৪ রান করে অপরাজিত থাকেন আরেক ওপেনার ভান্ডারি। মাত্র ১১ বলেই জয় তুলে নেয় নেপাল।

এর আগে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে অবিশ্বাস্য স্কোরকার্ডের জন্ম দিয়েছে মিয়ানমার-মালয়েশিয়া ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ রান তুলতে মিয়ানমার ৮ উইকেট হারায়। পরে বৃষ্টি আইনে মালয়েশিয়া ম্যাচটি জিতেছে ৮ উইকেটে। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ৪ ওভারে তিন মেডেন নিয়ে ১ রান দিয়ে ৫ উইকেট পাওয়া মালয়েশিয়ার বাঁহাতি স্পিনার পাভানদীপ সিং।

টস জিতে মালয়েশিয়া আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে ১০.১ ওভারে মাত্র ৯ রান তুলতেই ৮ উইকেট হারায় মিয়ানমার। এরপরই বৃষ্টি নামে। ডিএল মেথডে মালয়েশিয়ার জন্য টার্গেট দাঁড়ায় ৮ ওভারে ৬ রান। ১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে মালয়েশিয়া ১১ রান তোলে। ছক্কা হাঁকিয়ে দলকে জেতান সুহান আলাগারাতনাম। মিয়ানমারের সাত ব্যাটসম্যান কোনো রানই করতে পারেননি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর