Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের মাঠে আবারো জয়হীন ইতালি


১১ অক্টোবর ২০১৮ ১১:০৫ | আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ১১:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

জয় খরা কাটছে না ইতালির। বুধবার (১০ অক্টোবর) ঘরের মাঠে ইউক্রেনের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জেনোয়ায় ম্যাচের শুরুতে ইউক্রেনকে চাপে রেখে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি রবার্তো মানচিনির শিষ্যরা।

তবে ম্যাচের প্রথমার্ধ নিজেদের নিয়ন্ত্রণে রেখেই খেলা চালিয়ে গেছে ইতালি। কিন্তু ইউক্রেন গোলরক্ষক আন্দ্রে পিয়াতভের দারুণ নৈপুণ্যে জাল সুরক্ষায় থাকে সফরকারীদের। যে কারণে প্রথমার্ধে গোল পায়নি স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে চাপ প্রয়োগ করতে থাকে ইতালি। ম্যাচের ৫৫ মিনিটে জুভেন্টাস ফরোয়ার্ড বের্নারদেস্কির জোড়ালো শট গোলরক্ষকের হাতে লেগে সফরকারীদের জালে জড়ায়। তবে সমতায় ফিরতে খুব বেশি দেরি করে ইউক্রেন। ম্যাচের ৬২ মিনিটে কর্নার থেকে দারুণ ভলিতে গোল করেন রুসলান মালিনভস্কি।

বিজ্ঞাপন

এরপর আর গোল না হওয়ায় শেষপর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। এ নিয়ে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচে জয় পায়নি ইতালি। আর শেষ ১২ ম্যাচে আলবেনিয়া ও সৌদি আরবের বিপক্ষে জয় পেলেও বাকি ১০টিতেই জয়শূন্য থেকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সারাবাংলা/এসএন

ইতালি জয়শূন্য ফ্রেন্ডলি ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর