Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফজলে রাব্বির কাছে চাওয়া পরিণত ক্রিকেট


১৩ অক্টোবর ২০১৮ ১৭:৪২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

একটা সময় ক্রিকেট প্রায় ছেড়েই দিয়েছিলেন। বয়সও খুব একটা পক্ষে ছিল না। কিন্তু বছর চারেক আগে আবার ফিরে পেতে শুরু করেন নিজেকে, ঘরোয়া ক্রিকেটে রান করে গেছেন টানা। সেটাও যথেষ্ট হতো না হয়তো, তবে আয়ারল্যান্ডে ‘এ’ দলের সফরটাই আশীর্বাদ হয়ে এলো। ওই সফরে দুইটি ফিফটি আর কিছু উইকেটে খুলে গেল জাতীয় দলের দরজা। ফজলে রাব্বি মাহমুদ ৩০ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেয়েছেন প্রথমবারের মতো। শনিবার (১৩ অক্টোবর) মিরপুরে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বললেন, রাব্বির কাছ থেকে পরিণত ক্রিকেটই আশা করছেন তারা।

বিজ্ঞাপন

জাতীয় দলে প্রথম ডাক পেলেও রাব্বি খেলছেন অনেক দিন থেকেই। হাবিবুল তার পেছনের গল্পটাও বললেন, ’তার ক্যারিয়ারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সে আমাদের এইচপি স্কোয়াডে ছিল, পাঁচ-ছয় বছর আগে। তখন কিন্তু খুবই প্রমিসিং স্টার ছিল। তারপর অফ ফর্মে চলে গিয়েছিল। ঘরোয়া ক্রিকেটে রানে ছিল। কিন্তু শেষ তিন বছর ধরে সে অনেক বদলে গেছে। তার খেলায় অনেক পরিবর্তন এসেছে। সে এখন অনেক পরিণত। ‘এ’ দলের সফর গুলোতে দেখেছি, খুব ভালো ব্যাটিং করছে। বয়সটা একটু বেশি হয়ে গেছে, আমরা এমন খুব কম দেখি। কিন্তু তার ফিটনেস খুব ভালো। সে একজন ফিট ক্রিকেটার, আর আমাদের একজন ব্যাটসম্যান দরকার ছিল, ঠিক সাকিব আল হাসানের মতো না হলেও সে বোলিং করতে পারে। আমরা দেখেছি, তার বোলিংটাও বেশ কার্যকরী। সেই বিবেচনায় রাব্বি দলে এসেছে। আর আমার মনে হয় এখনকার প্রেক্ষাপটে ৩০ বছর খুব একটা বেশি না। শুরু করার জন্য হয়তো বেশি। কিন্তু এখন ওর সামনে অনেক বছর পড়ে আছে।’

একটা সময় মারমুখী ব্যাটিংয়ের জন্য ‘বাংলার গেইল’ তকমা জুড়ে গিয়েছিল রাব্বির। এখন তার কাছ থেকে পরিণত ক্রিকেট চাইছেন হাবিবুল, ‘আমি তাকে অনেক আগে থেকেই দেখেছি। তার ব্যাটিংটা এখন অনেক বদলে গেছে। আগে খুব মারকুটে ব্যাটিং করত, আগ্রাসী ব্যাটিং করত। কিন্তু এখন আমি দেখছি (আয়ারল্যান্ড সিরিজ), সে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করে থাকে। প্রান্ত বদল করে খেলে। একই সাথে যখন দরকার তখন বড় শট খেলার সামর্থ্য রাখে। সে এখন একজন পরিণত ব্যাটসম্যান। যেটা তাকে দলে নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। এছাড়া সে ভালো ফিল্ডার, সাথে স্পিন বল করতে পারে। সব মিলিয়ে আমাদের জন্য প্যাকেজ বলা চলে।’

বিজ্ঞাপন

রাব্বিকে নিয়ে নির্বাচকদের সবচেয়ে বড় বার্তা, বয়স হলেও সুযোগ শেষ হয়ে যায় না। হাবিবুলও তা মনে করিয়ে দিলেন, ‘আগে ৩০ বছরের পর একটা ছেলের ফিটনেস ধরে রাখাও কঠিন ছিল। সেটা থেকে এখন বেরিয়ে এসেছি। দেখুন, অভিজ্ঞতা আসলে কেনা যায় না। সেটা অর্জন করতে হয়। একটা অভিজ্ঞ খেলোয়াড়কে দলে নেয়া কিন্তু সহজ। একজন তরুণ ক্রিকেটারকে দলে নিলে আবার বেশি ঝুঁকি নিতে হয়। দুটিই আমাদের চিন্তা করা উচিত, আমরা চিন্তা করিও। আমরা চাই না সব অভিজ্ঞ ক্রিকেটাররা এক সাথে চলে যাক, পুরো দলটা আবার তারুণ্যময় হয়ে যাক। সবসময় মিশ্রণটা থাকা ভালো। সিনিয়ররা একসময় চলে যাবে, তখন যেন তরুণরা সিনিয়রদের বদলি হিসেবে খেলতে পারে। সব কিছুই আমাদের মাথায় থাকে। রাব্বির কথা বললেন, অবশ্যই তার ফিটনেসটা খুব ভালো। আর এখন সে খুবই ম্যাচিউর ক্রিকেট খেলছে।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর