Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটই আমার মোটিভেশন: মিঠুন


১৪ অক্টোবর ২০১৮ ১৭:০৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

জাতীয় দলে এসেছেন, সুযোগ পেয়েছেন, আবার বাদ পড়েছেন। মোহাম্মদ মিঠুন অবশেষে এশিয়া কাপে এসে প্রমাণ রাখতে পেরেছেন নিজের সামর্থ্যের। দলের সংকটে মুশফিকুর রহিমের সাথে জুটি বেঁধে দুইবার করেছেন ফিফটি। তবে বার বার এভাবে আসা-যাওয়ায় নিজের মনোবল হারাননি মিঠুন। মনে করিয়ে দিয়েছেন, ক্রিকেটই তার রুটিরুজি। দিন শেষে এটাই তার প্রফেশন।

জাতীয় দলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি শুরুতে। শেষ পর্যন্ত এশিয়া কাপে পেরেছেন সৌরভ ছড়াতে। কিন্তু বার বার বাদ পড়েও ফেরার লড়াই করা আসলে কতটুকু কঠিন। মিঠুন বললেন, ‘আসলে আমার কাছে খুব বেশি কঠিন মনে হয়নি। এটা আমার পেশা। ঘুম থেকে উঠে মাঠে না আসলে আমার ভালো লাগে না। মাঠে এসে যদি কিছু করে যাই তাহলে দিন শেষে এটাই আমার সন্তুষ্টি। আমি যেখান থেকে অর্থ উপার্জন করি, যা দিয়ে আমার পরিবার চলে, সেটার পেছনেই আমার সময় দিতে হবে। আমি অন্য কিছু করি না। মোটিভেশনটা সেখান থেকেই আসে। আর খেলা তো ছাড়ছি না। যেহেতু খেলছি সেহেতু এখানে ভালো করার চেষ্টা করতে হবে। সবসময় এই চেষ্টাই ছিল।’

এশিয়া কাপে মুশফিককে সঙ্গই দিয়েছেন বেশি। সুযোগ পেলে সামনে নিজে আরও বড় ইনিংস খেলতে চান, ‘মুশফিক ভাই যেভাবে শেষ করেছে, আমি সেভাবে শেষ করতে পারিনি। আমি মাঝপথে এসে আউট হয়ে গেছি। পরের বার এমন অবস্থা হলে চেষ্টা করব অবশ্যই শেষ করে আসার। আমি ওই জায়গা থেকে যদি শেষ করতে পারতাম, তাহলে আমি মেইন রোলে চলে আসতাম। এটা গুরুত্বপূর্ণ।’

কিন্তু এশিয়া কাপের আগে ও পরের মিঠুনের মধ্যে পার্থক্য কতটা? মিঠুন সেরকম কিছু দেখছেন না, ‘পরিবর্তন আসলে ওইরকম কিছু না। আগের মতোই আছি। শুধু আত্মবিশ্বাসটা বেড়েছে। আগে একটা জড়তা কাজ করত। না পারলে আবার দলের বাইরে, এই চিন্তা কাজ করত। এখন সেটা আপাতত নেই। এখন আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য এসেছে। এখন আত্মবিশ্বাস আছে এই পর্যায়ে ভালো করতে পারব।’

সামনেই বিশ্বকাপ, সবকিছু ঠিক থাকলে মিঠুন সেখানে খেলার আশা দেখতেই পারেন। এখনই অবশ্য অতদূর ভাবতে চাইছেন না এই ব্যাটসম্যান, ‘আমি আসলে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি। একটা সিরিজ শেষ হয়েছে, আমি আপাতত জিম্বাবুয়ে সিরিজ নিয়ে চিন্তা করছি। বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি। এর মধ্যে সুস্থ থাকতে হবে, পারফর্ম করতে হবে। অনেক কিছুর ব্যাপার আছে। আমি যদি ম্যাচ বাই ম্যাচ, সিরিজ বাই সিরিজ ভালো করতে থাকি, তাহলে আমি বিশ্বকাপে সুযোগ পাব। আর বিশ্বকাপের স্বপ্ন তো সবার থাকে। আমারও স্বপ্ন আছে বিশ্বকাপ খেলার। তবে তার আগে অনেক গুলো স্টেইজ রয়েছে পার করার।’

সারাবাংলা/এএম/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর