Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় ওয়ানডের দলে এলেন সৌম্য


২৪ অক্টোবর ২০১৮ ১৫:৫৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

গত কিছুদিন ধরেই আছেন দুর্দান্ত ফর্মে। নিজের দাবিটা জোর গলাতেই জানান দিচ্ছিলেন সৌম্য সরকার। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দলে ডাক পেয়েছেন। বুধবার (২৪ অক্টোবর) জাতীয় লিগের ম্যাচ ছেড়ে যোগ দিচ্ছেন জাতীয় দলের সঙ্গে।

সর্বশেষ এশিয়া কাপে জাতীয় দলে খেলেছিলেন সৌম্য। হুট করে ডাক পেয়ে উড়ে যেতে হয়েছিল দুবাইতে। পাকিস্তানের বিপক্ষে শূন্য রানে আউট হলেও ফাইনালে ভারতের বিপক্ষে করেছিলেন ৩৩ রান। কিন্তু জিম্বাবুয়ে সিরিজের জন্য দলে জায়গা হয়নি। এরপর জাতীয় লিগে নেমে প্রথম ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি। পরের রাউন্ডের ম্যাচে ৭১ ও ৭৬ রানের পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেমে করেছিলেন অপরাজিত ১০২ । এরপর জাতীয় লিগের ম্যাচে আবারো ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, দরকার হলে সৌম্যকে ডাকা হবে। কিন্তু জাতীয় লিগ খেলা অবস্থাতেই এবার ডাক পেলেন সৌম্য।

জাতীয় লিগে তৃতীয় রাউন্ডে গত পরশু নেমে করেছিলেন ৬৬ রান। কাল বল হাতে নিয়েছেন ২ উইকেট। তবে তৃতীয় দিন সকালে খেলা ছেড়ে যোগ দিচ্ছেন জাতীয় দলের সঙ্গে। খুলনায় তার জায়গা নিয়েছেন রবিউল ইসলাম রবি। সৌম্যর ডাক পাওয়ার কথা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল। তবে ১৫ জনের দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। সৌম্যকে নিয়ে ১৬ জনের হলো বাংলাদেশ ওয়ানডে দল।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর