সাইফের সেলিব্রেশন আর টাইগারদের উইকেট শিকার
২৫ অক্টোবর ২০১৮ ১১:৪৮ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ১৫:১৮
।। স্পোর্টস ডেস্ক ।।
দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমে জিম্বাবুয়ের ইনিংস ২৫০ রানের নিচে বেঁধে ফেলেছিল বাংলাদেশ। ৪৫ রানে ৩ উইকেট নিয়ে পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের ভূমিকা ছিল তাতে সবচেয়ে বেশি। উইকেট নিয়ে দারুণ এক সেলিব্রেশনও দেখিয়েছেন তিনি। ইনিংসের শুরুতে ওপেনার হ্যামিলটন মাসাকাদজা, মিডলঅর্ডারে নামা শন উইলিয়ামস আর শেষ দিকে অভিজ্ঞ এলটন চিগুম্বুরাকেও তুলে নেন সাইফউদ্দিন। ম্যাচসেরাও হয়েছেন এই পেস অলরাউন্ডার।
সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। আর ম্যাচগুলো সরাসরি দেখার ব্যবস্থা করে দিয়েছে র্যাবিটহোলবিডি।
দেখে নিন সাইফের ম্যাচসেরা বোলিংয়ের ভিডিও:
জিম্বাবুয়ের সব উইকেট:
https://www.youtube.com/watch?v=mFEO69xaPWU
ছবি: শ্যামল নন্দী
সারাবাংলা/এমআরপি