Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেস্টার সিটির মালিকসহ পাঁচজনের মৃত্যু


২৯ অক্টোবর ২০১৮ ১২:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

শনিবার (২৭ অক্টোবর) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হোম ভেন্যু কিং পাওয়ার স্টেডিয়ামে হেলিকপ্টার দুর্ঘটনা হয়। সেই হেলকপ্টারে ছিলেন ক্লাবটির মালিক ভিচাই শ্রীবদ্ধনাপ্রভা। দুর্ঘটনার পর না জানা গেলেও রোববার (২৮ অক্টোবর) জানানো হয়েছে, ক্লাব মালিকসহ তার দুই স্টাফ এবং দুই পাইলট মারা গেছেন।

ঘরের মাঠে সেদিন ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচ ছিল লেস্টারের। ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিত থাকে। এই ম্যাচ দেখতে হেলিকপ্টারে করে স্টেডিয়ামে আসেন লেস্টারের মালিক শ্রীবদ্ধনাপ্রভা। ম্যাচ শেষে স্টেডিয়ামের মাঝে পার্ক করা হেলিকপ্টারে ওঠেন তিনি। তবে আস্তে আস্তে উপরে ওঠার পর স্টেডিয়ামের পার্কিং এলাকায় বিকট শব্দের সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় হেলিকপ্টারটিতে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার দুর্ঘটনার পর ক্লাব মালিক জীবিত আছেন কিনা এবং দুর্ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি ক্লাবের পক্ষ থেকে। তবে যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা হয় বলে জানা যায়।

 

২০১০ সালে লেস্টার সিটির মালিকানা গ্রহণ করেন থাইল্যান্ডের শিল্পপতি শ্রীবদ্ধনাপ্রভা। আর ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হয় ক্লাবটি।

সারাবাংলা/এসএন

ক্লাব মালিক লেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর