Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুশীলনে টাইগাররা, ভালো খেলার প্রত্যয় মিরাজের


২৯ অক্টোবর ২০১৮ ১৫:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলন শুরু করছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। সোমবার (২৯ অক্টোবর) সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে মুশফিক, মাহমুদউল্লাহরা।

সোমবার সকাল থেকে প্রায় দুপুর ৩ ঘন্টা পর্যন্ত অনুশীলন করেছে টাইগাররা। ব্যাটিং অনুশীলনে ব্যস্ত ছিলেন দলের ব্যাটসম্যানরা।

অবশ্য এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করে দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। ওয়ানডে সিরিজের মতো টেস্ট সিরিজেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই এমন অনুশীলন করছেন বলে জানিয়েছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বিজ্ঞাপন

সিলেটের মাঠে স্পিনের পাশাপাশি পেসাররাও বাড়তি সুযোগ পাবেন বলে জানান মিরাজ, ‘অবশ্যই লক্ষ্য থাকবে জয় তুলে নেয়া। কারণ, টেস্ট ম্যাচে জয় পেলে আত্মবিশ্বাস বাড়ে। আর টেস্ট ম্যাচের দুই ইনিংসের মধ্যে এক ইনিংস ভালো খেলার পর আরেক ইনিংস খারাপ খেললে ম্যাচ জেতা যায় না। তাই দুই ইনিংসেই ভালো করতে হবে। ব্যাটিং আর বোলিং দুটাতেই ভালো করতে হবে। আমরা সেই প্রস্তুতিই নিচ্ছি। আশা করি, আমরা ভালো কিছুই করতে পারবো।’

ইনিজুরির কারণে টেস্ট সিরিজেও দলের বাইরে আছেন দলের দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তবে ওয়ানডের মতো সাকিব-তামিমকে ছাড়া টেস্ট ম্যাচেও জয় দিয়ে ধারাবাহিকতা বজায় রাখতে চায় টাইগাররা।

আগামী ৩ নভেম্বর (শনিবার) সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। এরপর ১১ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর