Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোর রিয়াল ছাড়ার কারণ ক্লাব সভাপতি


৩০ অক্টোবর ২০১৮ ১৪:০৭

।। স্পোর্টস ডেস্ক ।।

রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় মৌসুম কাটানোর পর এবার ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রিয়ালের সঙ্গে দারুণ সম্পর্ক ছেড়ে যাওয়ার কারণটা এবার জানালেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কারণেই রিয়াল ছেড়ে গেছেন বলে জানালেন সিআর সেভেন।

রিয়ালের জার্সিতে নয় মৌসুমে ১৬টি শিরোপা জিতেছেন রোনালদো। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন চারবার। স্প্যানিশ ক্লাবটির হয়ে সর্বোচ্চ ৪৫০ গোলের রেকর্ডটিও আছে তার ঝুলিতে। এবছরের জুলাইতে ১০৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফি’তে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগাল অধিনায়ক। এবার ক্লাব ছাড়ার কারণ নিজের মুখেই বললেন রোনালদো, ‘সে (পেরেজ) আমাকে তার বাণিজ্যিক সম্পর্ক হিসেবেই দেখত। আমি এটা জানি। সে আমাকে যখন যা বলেছে, কিছুই মন থেকে বলেনি।’

ক্লাব ছেড়ে আসার আগের সময়টা নিয়েও কথা বললেন সিআর সেভেন, ‘শুরুর দিকে ক্লাবের কাছে যেমন আগ্রহ পেয়েছি, ক্লাবের পক্ষ থেকে সেটা আর পাচ্ছিলাম না। বিশেষ করে ক্লাব প্রেসিডেন্টের কাছ থেকেই বোঝা যাচ্ছিল, ক্লাব আমাকে আগের মতো চায় না। কিন্তু, প্রথম চার থেকে পাঁচ বছরে আমার অনুভব হতো, আমিই, ‘ক্রিস্টিয়ানো রোনালদো।’

রোনালদোর রিয়াল ছাড়ার পর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, রোনালদো নিজেই নাকি ক্লাব ছাড়তে চেয়েছেন। তবে ক্লাব সভাপতি পেরেজের কারণেই যে রিয়াল ছেড়েছেন, সেটাই এবার বলে দিলেন রোনালদো, ‘প্রেসিডেন্টের কাছ থেকে আগের মতো আচরণ পাইনি। এমন আচরণ দেখাতো, যেন আমি না থাকলেও চলবে। আপনি যদি বুঝতে পারেন আমি কি বলছি, তাহলেই বুঝতে পারবেন কেন আমাকে রিয়াল ছেড়ে আসতে হয়েছে।’

বিজ্ঞাপন

রিয়াল ছেড়ে রোনালদোর চলে আসার পর থেকে ভালো অবস্থায় নেই দলটি। একের পর হার এবং জয়হীন থাকার পর লা লিগার পয়েন্ট টেবিলের নয় নম্বরে নেমে গেছে দলটি। এর মধ্যে বরখাস্ত হলেন ক্লাবের কোচের দায়িত্বে থাকা হুলেন লোপেতেগুইও। অন্যদিকে, জুভেন্টাসের হয়ে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন সিআর সেভেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে জুভিরা।

সারাবাংলা/এসএন

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ফ্লোরেনো পেরেজ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর