Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরো শাস্তি পেতে হবে স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটকে


৩১ অক্টোবর ২০১৮ ১৪:৫১

।। স্পোর্টস ডেস্ক ।।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতিতে জড়িত থাকার কারণে নিষেধাজ্ঞা পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। তবে নিষেধাজ্ঞা কাটার আগে গত ২৯ অক্টোবর (সোমবার) দোষী তিন ক্রিকেটারের শাস্তি কমানোর আবেদন করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। তবে এ আবেদন সাড়া দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বল বিকৃতির সঙ্গে জড়িত থাকায় এক বছর করে নিষেধাজ্ঞা পেয়েছিলেন ওয়ার্নার-স্মিথ, আর ৯ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ব্যানক্রফট। তবে এর মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি নিয়ে ঘরোয়া লিগে খেলেছেন তিন ক্রিকেটার। কিন্তু দেশের জার্সিতে খেলার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে আরো কয়েক মাস বাকি। তাই তিন ক্রিকেটারের শাস্তি কমানোর আবেদন করেছিল এসিএ।

গত সোমবার (২৯ অক্টোবর) এসিএ সভাপতি গ্রেগ ডায়ার ক্রিকেট অস্ট্রেলিয়াকে উদ্দেশ্য করে বলেন, সবদিক থেকে চিন্তা করে এবার তিন ক্রিকেটারের শাস্তি কমানো দরকার, ‘এর মধ্যে তারা অনেক সময় হারিয়েছে। এই সময়ে অস্ট্রেলিয়ার হয়েও তারা খেলতে পারেনি। জনগণের অপমান সহ্য করেছে এবং আর্থিক জরিমানাও দিয়েছে। যথেষ্ট শাস্তি হয়েছে, তারা অনুতপ্ত। এবার তাদেরকে খেলতে দেয়া উচিৎ।’

তবে এ আবেদনের বিপরীতে কথা বলেছেন সিএ চেয়ারম্যান ডেভিড পিভার। তিনি বলেন, ‘অনেক বিচার-বিবেচনা করে এই শাস্তি দেওয়া হয়েছে। এ কারণে শাস্তি বহাল থাকবে।’

গ্রেগ ডায়ার অবশ্য এর আগে বলেছিলেন, খেলোয়াড়দের অপরাধ হলেও দায়টা নিতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকেও। এবার সেই কথার বিপরীতে পিভার বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় যা হয়েছে, চেয়ারম্যান হিসেবে আমি এর দায়ভার নিচ্ছি। তখনকার অবস্থা থেকে বেরিয়ে আসতে অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাই সিদ্ধান্ত বদলানোর সম্ভব নয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্যামেরন ব্যানক্রফট ক্রিকেট অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর